For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ -এ মোদী-পক্ষের সূচনা হতেই নয়া রেকর্ড গড়তে পারে বিজেপি! কী বলছে পরিসংখ্যান

লোকসভা ভোটের প্রচার পর্বে বারবার বিজেপি প্রার্থীরা বসেছিলেন 'দেশ মনস্থির করে নিয়েছে তারা ভোট দেবেন মোদীজির পক্ষে।' আর এই বার্তা নিয়েই মোদীকে সামনে রেখেই বিজেপি প্রচার চালিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের প্রচার পর্বে বারবার বিজেপি প্রার্থীরা বসেছিলেন 'দেশ মনস্থির করে নিয়েছে তারা ভোট দেবেন মোদীজির পক্ষে।' আর এই বার্তা নিয়েই মোদীকে সামনে রেখেই বিজেপি প্রচার চালিয়েছিল। দেশের বিভিন্ন অংশে গোরক্ষা থেকে দলিত ইস্যু কিম্বা জিএসটি , নোটবাতিলের মতো ইস্যু বিজেপিকে খানিকটা টলমল করিয়ে দিলেও, ..'ওস্তাদের মার শেষ রাতে'! ২০১৯ লোকসভা নির্বাচনে ফের একবার দিল্লির তখতে আসছে মোদী সরকার। তবে ফের যদি বিজেপি তখতে আসে, তাহলে পরিসংখ্যানে এক নকুন রেকর্ড গড়ে উঠতে পারে।

৪৮ বছরে এই প্রথমবার

৪৮ বছরে এই প্রথমবার

২০১৪ সালে বিজেপি ২৮২ টি আসন নিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে মসনদে এসেছিল। যা সেই সময় ৩ দশকের মধ্যে একটি বড় রেকর্ড ছিল। আর ২৩ মে ২০১৯ যদি ফের একবার মোদীকে দেশ বেছে নেয় এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসে,তাহলে তৈরি হবে আরও একটি রেকর্ড।

নয়া রেকর্ড কী হতে পারে!

নয়া রেকর্ড কী হতে পারে!

মোদী যদি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৩ মে ফের একবার মসনদে আসেন, তাহলে গত ৪৮ বছরে এই প্রথমবার কোনও সংখ্যা গরিষ্ঠ পার্টির প্রধানমন্ত্রী সরকার গড়ার পথে এগিয়ে যাবেন।

১৯৭১ সালে কী ঘটেছিল?

১৯৭১ সালে কী ঘটেছিল?

১৯৬৭ সালের পর ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এই ধরনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির তখতে আসে। ভারতের ইতিহাসে যা একটি উল্লেখযোগ্য অধ্যায় ছিল। ২০১৯ আরও একবার সেরকমই রেকর্ডের পথে এগিয়ে চলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের।

English summary
If Modi Wins then It Will Be first time majority govt in 48 years in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X