For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাডাম চাইলে আমার চিকিৎসার খরচ দিতে পারেন, পাল্টা জবাব শোভা দের 'খোরাক' হওয়া পুলিশ কর্মীর!

এবার শোভা দে-কে তাঁর টুইটের যোগ্য জবাব দিলেন লেখিকার টুইটে খোরাক হওয়া স্থূলকায় পুলিশকর্মী। বললেন, "তবে ম্যাডাম যদি চান তাহলে উনি আমার চিকিৎসার জন্য খরচ দিতে পারেন। কে না রোগা হতে চায় বলুন?"

Google Oneindia Bengali News

মুম্বই, ২৩ ফেব্রুয়ারি : মুম্বইয়ে পুরভোট প্রসঙ্গে এক স্থূলকায় পুলিশকর্মীর ছবি টুইট করে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় লেখিকা শোভা দে। লেখিকার 'হেভি অ্যারেঞ্জমেন্ট' টুইট ঘিরে সাধারণ মানুষ তো বটেই মুম্বই পুলিশও শোভা দে-কে তির্যক মন্তব্য করতে ছাড়েনি। এবার শোভা দে-কে তাঁর টুইটের যোগ্য জবাব দিলেন লেখিকার টুইটে খোরাক হওয়া স্থূলকায় পুলিশকর্মী।[ভুঁরি কমালেই মিলবে নগদ টাকা পুরস্কার!]

যেই পুলিশ কর্মীর ছবি শোভা দে পোস্ট করেছেন তার নাম দৌলতরাম জোগাওয়াত। তাঁর কথায়, তাঁর ওজন ১৮০ কিলো, এবং তা হয়েছে তাঁর শরীরের ইনসুলিন ভারসাম্য নষ্ট হওয়ায়।[ওজন বেড়েছে, তাই ৫৭ জন কেবিন কর্মীকে গ্রাউন্ট ডিউটিতে পাঠাল এয়ার ইন্ডিয়া]

ম্যাডাম চাইলে আমার চিকিৎসার খরচ দিতে পারেন, পাল্টা জবাব শোভা দের 'খোরাক' হওয়া পুলিশ কর্মীর!

জোগাওয়াত, মধ্যপ্রদেশ পুলিশের ইন্সপেক্টর পদে রয়েছেন। নিমুচ পুলিশ লাইনে তাঁর পোস্টিং। তিনি জানান, ১৯৯৩ সালে গলব্লাডারে অস্ত্রোপচার হওয়ার পর থেকেই তাঁর শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়, এবং তার জেরেই তাঁর ওজন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে।[৫০০ কেজির মহিলাকে মুম্বইয়ে আনতে কত খরচ হবে জানলে চোখ কপালে উঠবে!]

এরপর শোভা দে-কে একপ্রকার কটাক্ষ করেই জোগাওয়াত বলেন, "তবে ম্যাডাম যদি চান তাহলে উনি আমার চিকিৎসার জন্য খরচ দিতে পারেন। কে না রোগা হতে চায় বলুন?"[খাদি ক্যালেন্ডারে গান্ধীজির জায়গায় মোদী, সমালোচনা করতে গিয়ে হাসির খোরাক কেজরিওয়াল!]

মঙ্গলবার শোভা দে-র টুইটের পরই টুইটারে সমালোচনার ঝড় ওঠে। মুম্বই পুলিশ সাধারণত কাউকে কটাক্ষ করে কোনও টুইট না করলেও এদিন শোভা দে-কে যোগ্য জবাব দেন তারা।

কিন্তু এর পরও থামেননি শোভা দে। ফের একটি টুইট করেন তিনি।

এবং এই টুইটটিও ভাল চোখে নেননি টুইটারিরা। ফের মাইক্রোব্লগিং সাইটে তোপের মুখে পড়তে হয় শোভা দে-কে।

English summary
If madam wants, she can pay for my treatment, says cop mocked by Shobhaa De
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X