For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক দেশ এক ভোট' হলে কতটা তৈরি, জানিয়ে দিল নির্বাচন কমিশন

এক সময়ে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত করতে হলে কমিশন কতটা তৈরি তা এদিন জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত।

  • |
Google Oneindia Bengali News

এক সময়ে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত করতে হলে কমিশন কতটা তৈরি তা এদিন জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত। এদিন তিনি জানিয়েছেন, সারা দেশে লোকসভা ভোটের পাশাপাশি একসঙ্গে আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করতে পারে কমিশন।

এক দেশ এক ভোট হলে কতটা তৈরি, জানিয়ে দিল নির্বাচন কমিশন

রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল, এবছরের ডিসেম্বরে লোকসভা ভোট হলে কমিশন কতটা তৈরি? তিনি জানিয়ে দেন, কমিশন অবশ্যই তৈরি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও রাজস্থানে ভোটের পাশাপাশি লোকসভা নির্বাচন হলে কমিশন সামলে নিতে পারবে।

একটি মহল থেকে জল্পনা তৈরি করা হয়েছে যে আগামী বছরের এপ্রিল-মে মাসে হতে চলা লোকসভা নির্বাচন এবছরের নভেম্বর-ডিসেম্বর মাসে এগিয়ে আনা হতে পারে। যাতে চার রাজ্যে বিধানসভা নির্বাচনের সঙ্গেই তা সেরে ফেলা যায়। তবে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। তৈরি হলে কমিশনও প্রস্তুত বলে রাওয়াত জানিয়েছেন।

এতগুলি জায়গায় বছরের শেষে বিধানসভা ভোটের পাশাপাশি লোকসভা ভোট হলে ইভিএম ও ভিভিপ্যাট সহ বিভিন্ন সামগ্রীর খানিকটা টানাটানির কথা মুখ্য নির্বাচনী কমিশনার স্বীকার করে নিলেও তিনি আশাবাদী সময়ের আগেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। ফলে একসঙ্গে দুই ধরনের ভোট করতে কমিশনের কোনও অসুবিধা হবে না। তবে সমস্ত বিধানসভা ও লোকসভার পাশাপাশি একসঙ্গে সমস্ত ভোট যে করা সম্ভব নয় তা এদিন ফের একবার ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার।

এর আগে মঙ্গলবার তিনিস্পষ্ট জানান, সারা দেশে একসঙ্গে ভোট করতে গেলে সংবিধানে সংশোধনী আনতে হবে। তা না আনলে সমস্ত ভোট একসঙ্গে করা সম্ভব নয়। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সমন্বয়ের কথাও উল্লেখ করেছেন রাওয়াত। যদিও কেন্দ্র বারবার করে এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করে চলেছে। এক্ষেত্রে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আইন কমিশনে চিঠি পাঠিয়েও তদ্বির করেছেন।

English summary
If Lok Sabha polls are advanced, can be held together with 4 Assembly elections, says CEC OP Rawat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X