For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবরস্থান তৈরি হলে , শ্মশানও তৈরি হোক : নরেন্দ্র মোদী

ফের একবার বিতর্ক শুরু হল প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদীর মন্তব্যকে ঘিরে। উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে মোদী মন্তব্য করেন উত্তরপ্রদেশ সরকার কবরস্থান তৈরি করলে , তৈরি করতে হবে শ্মশানও।

  • |
Google Oneindia Bengali News

কানপুর,২০ ফেব্রুয়ারি : ফের একবার বিতর্ক শুরু হল প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদীর মন্তব্যকে ঘিরে। উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে মোদী মন্তব্য করেন উত্তরপ্রদেশ সরকার কবরস্থান তৈরি করলে , তৈরি করতে হবে শ্মশানও। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে এক প্রচারসভায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি।

ধর্মীয় জাতিভেদ ভুলে উত্তরপ্রদেশে সবার জন্য সমান পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অখিলেশ সরকারকে একহাত নিতে গিয়ে মোদী ফের নিজের মন্তব্যে, আহ্বান করেন বিতর্ক। তিনি বলেন , গ্রামে কবরস্থান তৈরি করা হলে শ্মশানও তৈরি করতে হবে।

কবরস্থান তৈরি হলে , শ্মশানও তৈরি হোক : নরেন্দ্র মোদী

এদিনের ভাষণে নরেন্দ্র মোদী আরও বলেন, যদি রামজানে অবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দেওয়া হয়, তাহলে দিপাবলীতেও তা দেওয়া হোক। একইভাবে দোলে বিদ্যুৎ দেওয়া হলে ঈদেও দেওয়া উচিৎ বিদ্যুৎ। এক্ষেত্রে নিরপেক্ষ হওয়ার বিষয়ে সমাজবাদী পার্টির অখিলেশ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।

যদিও প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্যকে মোটেই ভালো চোখে দেখছেন না তাঁর রাজনৈতিক বিরোধীরা। জাতিভেদের নামে প্রধানমন্ত্রী নিচু মানের ভোটব্যাঙ্ক এর রাজনীতি করছেন বলে দাবি বিরোধীদের। কংগ্রেস এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে বলে শোনা যাচ্ছে।

English summary
Prime Minister Narendra Modi lambasted the Akhilesh Yadav-led Uttar Pradesh government on Sunday by drawing a parallel between Hindu and Muslim festivals and accusing the administration of practising discrimination on the basis of religion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X