For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের পর সত্যিই 'কিং মেকার' হতে চলেছে জেডিএস, প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট ইঙ্গিত

কর্ণাটক বিধানসভায় এবছর সম্ভবত কিং মেকার-ই হতে চলেছে এইচডি কুমারস্বামীর দল জেডিএস।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভায় এবছর সম্ভবত কিং মেকার-ই হতে চলেছে এইচডি কুমারস্বামীর দল জেডিএস। ভোটের আগে পরে সমীক্ষায় তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর ভোট গণনাতেও সেই ট্রেন্ডই প্রাথমিকভাবে উঠে আসছে। জেডিএস ইতিমধ্যে ৩৫টি আসনে এগিয়ে গিয়েছে।

ভোটের পর সত্যিই কিং মেকার হতে চলেছে জেডিএস

[আরও পড়ুন:শুরুতেই ট্রেন্ড স্পষ্ট, ত্রিশঙ্কু বিধানসভার দিকে এগোচ্ছে কর্ণাটক][আরও পড়ুন:শুরুতেই ট্রেন্ড স্পষ্ট, ত্রিশঙ্কু বিধানসভার দিকে এগোচ্ছে কর্ণাটক]

এই আসন ধরে রেখে জিতে যেতে পারলে কুমারস্বামীর দল দরাদরিতে অনেক এগিয়ে যেতে পারবে। ইতিমধ্যে যা ট্রেন্ড তাতে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। এক্ষেত্রে তা বাস্তবে হলে বিজেপি-কংগ্রেস দুই দলকেই জেডিএস-এর দিকে তাকিয়ে থাকতে হবে।

আগের ভোটে জেডিএস ৪০টি আসন পেয়েছিল। তবে কংগ্রেস ১২২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় অন্য কারও সাহায্য প্রয়োজন হয়নি।

তবে এবছর একে অপরকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। দুই দলই সংখ্যাগরিষ্ঠতার আগে থামবে বলে প্রাথমিক ট্রেন্ড। আর তেমনটা হলে কিং মেকারের ভূমিকায় দেখা যাবে জেডিএসকে।

[আরও পড়ুন:মরিয়া রাহুল শিবির! গোয়ার মত পরিস্থিতি ঠেকাতে কর্ণাটকে কোন গেমপ্ল্যান নিয়ে নামছে কংগ্রেস ][আরও পড়ুন:মরিয়া রাহুল শিবির! গোয়ার মত পরিস্থিতি ঠেকাতে কর্ণাটকে কোন গেমপ্ল্যান নিয়ে নামছে কংগ্রেস ]

English summary
If JDS touch 35 seats, then it is going to be a hung assembly in Karnataka and JDS a kingmaker
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X