For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাসুদ আজহারকে তুলে দিন আমাদের হাতে, দেখি কত বড় উদার ইমরান', তোপ সুষমার

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বারবার ভারতের কাছে শান্তি ভিক্ষা করে গিয়েছে ইসলামাবাদ। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বারবার ভারতের কাছে শান্তি ভিক্ষা করে গিয়েছে ইসলামাবাদ। সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। তবে মুখে শান্তির বার্তার কথা বললেও , বুধবার রাতেও ভারতের বায়ুসেনার নজরে আসে ভারত সীমান্ত বরাবর দুটি পাকিস্তানি যুদ্ধবিমান। এদিকে , সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রেক্ষিতে যে ভারত এক চুলও জমি ছাড়তে রাজি নয়, তা ফের একবার বুঝিয়ে দিলেন সুষমা স্বরাজ।

পাকিস্তানের যুদ্ধবিমান হামলা নিয়ে সুষমা

পাকিস্তানের যুদ্ধবিমান হামলা নিয়ে সুষমা

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দাবি করেন, পুলওয়ামায় জঙ্গি হামলার পাল্টা জবাব হিসাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। কিন্তু পাল্টা পাকিস্তান জঙ্গি জইশ-ই-মহম্মদের হয়ে ভারতের আকাশে ঢুকের হামলার চেষ্টা করেয সুষমার দাবি, পাকিস্তানের উচিত ছিল, ভারতে হামলা না চালিয়ে নিজের দেশের জঙ্গি ঘাঁটিতে হামলা করা।

ইমরানকে তোপ!

এদিন সুষমা স্বরাজ স্পষ্ট বার্তায় জানিয়ে দেন,'পাকিস্তানের সঙ্গে কথা বলতে আমরা রাজি আছি, যখন সন্ত্রাসবাদের আহত থাকবে না, কেবলমাত্র তখনই। ..যদি ইমরান খান এতটাই উদার হন তাহলে তাঁর উচিত আমাদের হাতে জইশ প্রধান মাসুদকে তুলে দেওয়া। দেখি কতবড় উদার তিনি!'

পাক গোয়েন্দা সংস্থা সম্পর্কে সুষমা

পাক গোয়েন্দা সংস্থা সম্পর্কে সুষমা


সুষমা স্বরাজ এদিন দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও সেনাকে এবার নিয়ন্ত্রণে আনা উচিত ইমরান প্রশাসনের। এই আইএসআিএর জন্য দু'টি দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে সুষমা

সন্ত্রাসবাদ প্রসঙ্গে সুষমা

সুষমা স্বরাজ এদিন বলেন,'আমরা সন্ত্রাসবাদ নিয়ে কোনও কথা বলতে চাইনা। আমরা চাই এই বিষয়ে অ্যাকশন নেওয়া হোক। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে হতে পারে না।' এদিন ভারতের বিদেশ মন্ত্রী সুষমা জানান, পাকিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ে উঠতেই পারে শুধুমাত্র যদি পাকিস্তান নিজের মাটিতে বেড়ে ওঠা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলেই।

English summary
If Imran Khan is so generous, he should give us Masood Azhar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X