For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের টিকিট না পেলেই ইস্তফা! হুমকি দিল্লির বিজেপি সাংসদের

টিকিট না পেলে দল থেকে ইস্তফা দেবেন তিনি। মঙ্গলবার এমনটাই হুমকি দিয়েছেন উত্তর পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ উদিত রাজ।

  • |
Google Oneindia Bengali News

টিকিট না পেলে দল থেকে ইস্তফা দেবেন তিনি। মঙ্গলবার এমনটাই হুমকি দিয়েছেন উত্তর পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ উদিত রাজ। টিকিট না পেলে উত্তর পশ্চিম দিল্লি থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

টিকিট না পেলে ইস্তফা! হুমকি দিল্লির বিজেপি সাংসদের

উত্তর পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ উদিত রাজ বলেছেন, তিনি দলের থেকে জবাব পেতে কিছু সময় অপেক্ষা করবেন। এরপর নির্দলীয় হিসেবে নিজের মনোনয়ন দাখিল করবেন। টুইটে তিনি বলেছেন, দলের টিকিটের জন্য অপেক্ষা রয়েছেন। যদি তা না দেওয়া হয়, তাহলে দলকে বিদায় জানাবেন তিনি।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন সানি দেওল! রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়][আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন সানি দেওল! রয়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকায়]

জানা গিয়েছে, গত মধ্যরাতে উদিত রাজ দলীয় সমর্থকদের নিয়ে পন্থ মার্গে দিল্লি বিজেপির অফিসে গিয়েছিলেন। সেখানে তারা ঝামেলাও করেন বলে সূত্রের খবর। সূত্রের আরও খবর, উত্তর পশ্চিম দিল্লি আসনে পঞ্জাবী গায়ক হংস রাজ হংসকে বিজেপির তরফে টিকিট দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: নির্বাচনী আধিকারিককে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর! ঘটনার নেপথ্যে 'সাইকেল' কাণ্ড][আরও পড়ুন: নির্বাচনী আধিকারিককে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর! ঘটনার নেপথ্যে 'সাইকেল' কাণ্ড]

উদিত রাজ বলেছেন, সোমবার তিনি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। তবে নীতীন গড়কড়ি এবং রাজনাথ সিং তাঁকে অপেক্ষার পরামর্শ দিয়েছেন বলে, দাবি করেছেন উদিত রাজ।

[আরও পড়ুন: 'গোমূত্র আমার ক্যানসার সারিয়ে দিয়েছে', বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ফের শিরোনামে ][আরও পড়ুন: 'গোমূত্র আমার ক্যানসার সারিয়ে দিয়েছে', বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ফের শিরোনামে ]

English summary
If he denied ticket, he will quit, warns BJP MP from North West Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X