For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন লাদাখের ভূগোল বদলাতে চাইলে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত! হুঙ্কার সেনা সর্বাধিনায়ক বিপিন রওয়াতের

চিন লাদাখের রূপরেখা পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে, বললেন বিপিন রাওয়াত

  • |
Google Oneindia Bengali News

জুনের লাদাখ সংঘর্ষের পর কেটে গিয়েছে ৬ মাসেরও বেশি সময়। এদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিস্তৃর্ণ এলাকায় এখনও ফেরেনি স্থিতাবস্থা। একাধিক দফার বৈঠের পরেও আজও মেলেনি কোনও রফাসূত্র। এদিকে লালফৌজের চোখে চোখ রেখেই চিন আগ্রাসন ঠেকাতে গোটা সীমান্ত এলাকাতেই সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। এমতাবস্তায় লাদাখ প্রসঙ্গ টেনে একবার হুঁশিয়ারি দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।

সোমবারই কলকাতায় আসেন বিপিন রাওয়াত

সোমবারই কলকাতায় আসেন বিপিন রাওয়াত

প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান এমনকী রূপরেখা বদলাতে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চিন। এদিন কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নীলগিরি ক্লাস সেভেনটিন এ ফ্রিগেট যুদ্ধজাহাজ উদ্বোধনে এসে এমনটাই দাবি করেন সেনা সর্বাধিনায়ক বিপিন রওয়াত। যদিও চিনকে রুখতে ভারতীয় স্থল, বায়ু এমনকী নৌসেনায় সর্বত ভাবে তৈরি রয়েছে বলে দাবি করেন তিনি।

যুদ্ধ প্রস্তুতি সেরে রাখছে চিন

যুদ্ধ প্রস্তুতি সেরে রাখছে চিন

প্রসঙ্গত উল্লেখ্য একদিন আগেই শোনা গিয়েছিল চিন এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে ভারত। যদিও একথার কোনও সরকারি নিশ্চয়তা মেলেনি। এদিন সেই প্রসঙ্গে বিপিন রাওয়াতকে জিজ্ঞাস করা হলে তাকেও যুদ্ধ পরিস্থিতির কথা সম্পূর্ণ উড়িয়ে দিতে দেখা যায়নি। উল্টে চিন-পাকিস্তানের চোখ রাঙানি ঠেকাতে ভারতও যে তলে তলে সমস্ত প্রস্তুতি সেরে রেখেছে এদিন সে কথাই বারবার শোনা যায়।

 কী বললেন চিফ অফ ডিফেন্স স্টাফ ?

কী বললেন চিফ অফ ডিফেন্স স্টাফ ?

বিপিন রাওয়াত বলেন, "উত্তর সীমান্তে চিন একতরফা স্ট্যাটাস কো পরিবর্তন করার চেষ্টা করেছে। সহজ কথায় বললে এই গোটা ঘটনাই পূর্বপরিকল্পিত। এমনকী চিনের এই অপপ্রচেষ্টার ফলে অতীতে দুই দেশের সেনাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে নিয়ম মেনে চলত তাতেও বড়সড় প্রভাব পড়ছে। ফলে পরিস্থিতির দাবি মেনেই স্থলে, জলে, আকাশে সামরিকভাবে প্রস্তুত থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে।"

ভূগোল বদলাতে চাইছে চিন

ভূগোল বদলাতে চাইছে চিন

শুধু তাই নয় চিনা আগ্রাসনের মুখে দাঁড়িয়ে সমগ্রদেশবাসীকে আশ্বাসবাণীও শোনাতে দেখা যায় বিপিন রাওয়াতকে। তাকে বলতে শোনা যায়, "যে কোনও সময়ে যে কোনও পরিস্থিতির জন্য একশো শতাংশ প্রস্তুতি রাখাটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ।ওদের লক্ষ্য করোনা পরিস্থিতির মধ্যে আমাদের ব্যস্ত রেখে ভূগোল পাল্টে দেওয়া। কিন্তু সেটা আমরা কখনওই হতে দেব না। তাই সীমান্তে যতক্ষণ আমরা রয়েছি ততক্ষণ দেশের সব নাগরিক সুরক্ষিত।"

কলকাতা-দিল্লি দৈনিক বিমান পরিষেবা ফের চালু! ফ্লাইট নিয়ে তথ্য় একনজরেকলকাতা-দিল্লি দৈনিক বিমান পরিষেবা ফের চালু! ফ্লাইট নিয়ে তথ্য় একনজরে

English summary
Bipin Rawat said the three Indian troops were ready to confront China in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X