For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার রায় মেনে নিলে সবরিমালার সুপ্রিম রায় মানতে আপত্তি কেন, বিজেপিকে সওয়াল

অযোধ্যা রায়কে যদি স্বাগত জানাতে পারে বিজেপি তাহলে সবরিমালার রায়ে কেন আপত্তি। এমনই প্রশ্ন তুললেন কেরলের দেবাসোম মন্ত্রী কডকমপল্লী সুরেন্দ্রন।

Google Oneindia Bengali News

অযোধ্যা রায়কে যদি স্বাগত জানাতে পারে বিজেপি তাহলে কেরলের সবরিমালার রায়ে কেন আপত্তি। এমনই প্রশ্ন তুললেন কেরলের দেবাসোম মন্ত্রী কডকমপল্লী সুরেন্দ্রন। কয়েকদিন আগেই কেরলের বিজেপি বিধায়ক ও রাজাগোপাল বলেছিলেন কার্তিক মাসে সবরিমালায় ভক্তদের সমাগম বাড়বে। সেসময় যেন দুষ্কৃতিদের সেখানে প্রবেশ করতে দেওয়া না হয়। দুষ্কৃতি অর্থে তিনি বোঝাতে চেয়েছিলেন মেয়েদের প্রবেশ করতে দেওয়া না হয়। তারই প্রতিবাদে এই মন্তব্য করেন মন্ত্রী সুরেন্দ্রন।

সবরিমালায় নারীর প্রবেশাধিকারে সম্মতি

সবরিমালায় নারীর প্রবেশাধিকারে সম্মতি

সুপ্রিম কোর্ট সবরিমালার আইয়াপ্পা স্বামীর মন্দিরে নারীর প্রবেশাধিকারের সপক্ষে রায় দিয়েছিল। কিন্তু সেই রায় মেনে নেয়নি বিজেপি। তারা এর প্রতিবাদ জানিয়েছিল। এই নিয়ে গত বছর তুমুল গণ্ডগোল চলেছিল সবরিমালায়। যদিও কেরলের বাম সরকার শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে। মহিলাদের মন্দিরের প্রবেশ করানোর জন্য সবরকম চেষ্টা চালিয়েছিলেন।

আপত্তি বিজেপির

আপত্তি বিজেপির

বিজেপি প্রথম থেকেই সুপ্রিম কোর্টের এই রায়ে আপত্তি জানিয়েছিল। এমনকী অমিত শাহ পর্যন্ত এই রায়ে আপত্তি প্রকাশ করেছিলেন। তারপরেই কেরলের বিজেপি বিধায়ক মন্তব্য করেন গতবারের মতে এবার যেন দুষ্কৃতিদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া না হয়। অর্থান মেয়েদের সেখানে প্রবেশ করতে দেওয়া না হয়। গতবার এই নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।

অযোধ্যা রায় মানলে সবরিমালা রায় কেন মানা হবে না

অযোধ্যা রায় মানলে সবরিমালা রায় কেন মানা হবে না

বিজেপি বিধায়করে এই বক্তব্যকে কটাক্ষ করে কেরলের মন্ত্রী দাবি করেছেন অযোধ্যা রায়কে বিজেপি যদি সাদরে স্বাগত জানাতে পারে তাহলে সবরিমালার রায়কে কেন স্বাগত জানানো হবে না। প্রতিবছর হাজারো পুণ্যার্থী সবরিমালায় যান সুপ্রিম কোর্টের রায় মেনে এবারও মহিলাদের মন্দিরে যাওয়ার পথ সুগম করতে প্রস্তুত সরকার।
প্রায় সাড়ে ৬ হাজার পুণ্যার্থীর সমাগমে হয় প্রতিবছর। তাঁদের জন্য ১,১৬১িট শৌচাগার, ১৬০টি স্নানাগার এবং ১৫০টি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। পাঁচটি জরুরি চিকিৎসা পরিষেবা কেন্দ্রে এবং ৬০০টি ডাস্টবিন রাখা হয়েছে গোটা এলাকায়।

English summary
If Ayodhya verdict accepted then why not accepted Sabarimala Verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X