For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিএসই-তে পাশের হার ৯৯.৭ শতাংশ, কীভাবে দেখতে পারবেন ফলাফল

আইসিএসই-তে পাশের হার ৯৯.৭ শতাংশ, কীভাবে দেখতে পারবেন ফলাফল

Google Oneindia Bengali News

পূর্ব নির্ধারিত সময় মেনেই রবিবার বিকাল পাঁচটার সময় আইসিএসই-র ফলাফল প্রকাশিত হল। বোর্ডের তরফে জানানো হয়েছে, চলতি বছর পাশের হার ৯৯.৯৭ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়ে আইসিএসই পরীক্ষায় চার জন প্রথম হয়েছেন। দ্বিতীয়স্থানে ৩৪ জন রয়েছেন। সিআইএসসিই-র ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল দেখা যাচ্ছে। এছাড়াও একটি বিশেষ নম্বরে অ্যাডমিট কার্ডের নম্বর লিখে পাঠালে ফলাফল জানা যাবে।

আইসিএসই-র ফলাফলে উত্তরপ্রদেশের জয়জয়কার

আইসিএসই-র ফলাফলে উত্তরপ্রদেশের জয়জয়কার

আইসিএসই-র ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চার জন। তারমধ্যে তিন জন উত্তরপ্রদেশের। কানপুরের শিলং হাউস থেকে আনিকা গুপ্তা, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠি ও লখনউয়ের কনিষ্ক মিত্তল ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে ৩৪ জন পড়ুয়া দ্বিতীয়স্থানে রয়েছেন। আইসিএসই পরীক্ষা দুটো সেমিস্টারের মাধ্যমে হয়েছে। এই দুটো সেমিস্টারের নম্বরের পাশাপাশি আভ্যন্তরীণ পরীক্ষার নম্বর আইসিএসই-র ফলাফলে যুক্ত করা হয়েছে।

ওয়েবসাইড থেকে আইসিএসই-র ফলাফল কীভাবে দেখবেন

ওয়েবসাইড থেকে আইসিএসই-র ফলাফল কীভাবে দেখবেন

১. প্রথমে সিআইএসসিইর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজে রেজাল্টের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. আইসিএসই ও আইএসসি দুটো অপশন আসবে। আইসিএসইতে ক্লিক করতে হবে।
৪. রেজাল্ট দেখতে পাওয়া যাবে। সেখান থেকে প্রিন্ট আউট করা যাবে।

এসএমএস-এর মাধ্যমে কীভাবে রেজাল্ট পাওয়া যাবে

এসএমএস-এর মাধ্যমে কীভাবে রেজাল্ট পাওয়া যাবে

১. মোবাইলে মেসেজের আইসিএসই টাইপ করে নিজের অ্যাডমিট কার্ডের সাত ডিজিটের নম্বর দিতে হবে।
২. ০৯২৪৮০৮২৮৮ নম্বরে মেসেজটি টি পাঠাতে হবে।
৩. মোবাইলে আইসিএসই-র রেজাল্ট পাওয়া যাবে।

আইসিএসই পরীক্ষায় সফল না হলে থাকছে দ্বিতীয় সুযোগ

আইসিএসই পরীক্ষায় সফল না হলে থাকছে দ্বিতীয় সুযোগ

যে সমস্ত পরীক্ষার্থীরা আইসিএসসি পরীক্ষা বা সিআইএসসিই-এর দশম শ্রেণির পরীক্ষায় সফল হতে পারেননি, তাঁদের আর একটি সুযোগ দেওয়া হবে। ২০২৩ সালের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের সঙ্গে রিপিটার বিভাগে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে পড়ুয়াদের একটা বছর নষ্ট হবে না বা পরের পরীক্ষার জন্য এত বছর অপেক্ষা করতে হবে না। কিন্তু সেখানে পাশ করতে না পারলে সিআইএসসিই বার্ষিক পরীক্ষা দিতে হবে। যদি কোনও পরীক্ষার্থী নিজের নম্বরে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। সিআইএসসিই-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিটি বিষয়ে পুনর্বিবেচনার জন্য এক হাজার টাকা মূল্য দিতে হবে। আইসিএসই-এর দুটো সেমিস্টারে হয়েছে। এই দুই সেমিস্টারের যে কোনও বিষয়ে নম্বর পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ১৭ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে এই আবেদন করা যাবে।

মাঝ আকাশে পোড়া গন্ধ, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মাসকাটে জরুরি অবতরণমাঝ আকাশে পোড়া গন্ধ, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মাসকাটে জরুরি অবতরণ

English summary
ICSE 10 the results 2022 declared and 99.98 percent students managed to pass
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X