For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রামীণ এলাকা থেকে শহরাঞ্চলের বস্তি এলাকাতেই করোনার প্রকোপ বেশি, বলছে আইসিএমআর

গ্রামীণ এলাকার থেকে শহরাঞ্চলের বস্তি এলাকাতেই করোনার প্রকোপ বেশি, বলছে আইসিএমআর

  • |
Google Oneindia Bengali News

ভারতে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের উদ্বেগ। গোটা আক্রান্তের সংখ্যাও ৬২ লক্ষ ছুঁইছুঁই। একইসাথে কেরল, বিহারের মতো রাজ্যগুলিতেও নতুন করে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। এমতাবস্থায় দ্বিতীয় দফার করোনা সেরো সার্ভের রিপোর্ট প্রকাশ করতে দেখা গেল ইণ্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআরকে। ওই রিপোর্টেই দেখা যাচ্ছে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলেই অনেকটাই বেশি জাঁকিয়ে বসেছে মারণ করোনার প্রকোপ।

কি বলছে গত ২৪ ঘণ্টার করোনা বুলেটিন

কি বলছে গত ২৪ ঘণ্টার করোনা বুলেটিন

মঙ্গলবারের একটি সাংবাদিক সম্মেলনে এই রিপোর্ট পেশ করেন আইসিএমআর-র ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত করোনা বুলেটিনে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৫৮৯ জন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লক্ষ ৫৬ হাজার ৭২২।

ফের লকডাউনের রাস্তায় হাঁটছে তামিলনাড়ু

ফের লকডাউনের রাস্তায় হাঁটছে তামিলনাড়ু

এদিকে আশার খবর হিসাবে ভারতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে গেছেন ৫১ লক্ষের বেশি মানুষ। যদিও মারা গেছেন ৯৬ হাজারেরও বেশি মানুষ। এদিকে করোনা ঠেকাতে ফের লকডাউনের রাস্তায় হাঁটতে চলেছে তামিলনাড়ু। মঙ্গলবার সন্ধ্যাতেই রাজ্য প্রশাসনের তরফে লকডাউনের ঘোষণা করা হয় বলে জানা যাচ্ছে। শহরতলির ট্রেন পরিষেবা, থিয়েটার, সুইমিং পুল, বিনোদন পার্ক, সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, যাদুঘর, পর্যটন কেন্দ্র গুলিতেও কড়া লকডাউনে চলবে বলে দেখা যাচ্ছে।

শহরাঞ্চলের বস্তি ও ঘিঞ্জি এলাকা থেকেই সবেচেয়ে করোনা সংক্রমণ

শহরাঞ্চলের বস্তি ও ঘিঞ্জি এলাকা থেকেই সবেচেয়ে করোনা সংক্রমণ

এদিকে সদ্য আইসিএমআর কর্তৃক প্রকাশিত দ্বিতীয় পর্যায়ের সেরো সার্ভেতে দেখা যাচ্ছে অগাস্ট পর্যন্ত ১০ বছরের উর্ধ্বে ভারতে প্রতি ১৫ জন করোনা আক্রান্তের মধ্যে ১ জনই করোনার শিকার। যা দেখে রীতিমতো বিস্মিত বিশেষজ্ঞরা। একইসাথে ওই রিপোর্টেই দেখা যাচ্ছে গ্রামীন এলাকার তুলনায় শহরাঞ্চলের বস্তি ও ঘিঞ্জি এলাকা থেকেই সবেচেয়ে বেশি পরিমাণে ছড়াচ্ছে করোনা।

করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ দিল্লি-মুম্বইয়ে

করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ দিল্লি-মুম্বইয়ে

এদিকে করোনা প্রাদুর্ভাব বাড়ছে দিল্লি ও মুম্বইয়েও। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত মাসের তুলনায় সেপ্টেম্বরে দিল্লিতে প্রায় দ্বিগুণ মানুষের মানুষের মৃত্যু হয়েছে করোনার কবলে পড়ে। এদিকে মুম্বইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকেও করোনা বিধি কার্যকর করতে কঠোর পদক্ষেপ নিতে দেখা গেছে। মাস্ক ছাড়া গণপরিবহন ব্যবহার ও দোকানে যাওয়াও নিষিদ্ধ হয়েছে মুম্বইয়ে।

করোনার হানায় দৈনিক সংক্রমণ ফের উদ্বেগ বাড়াচ্ছে কলকাতায়, উত্তর ২৪ পরগনাওকরোনার হানায় দৈনিক সংক্রমণ ফের উদ্বেগ বাড়াচ্ছে কলকাতায়, উত্তর ২৪ পরগনাও

English summary
The prevalence of corona is higher in urban and slum areas, says the ICMR Sero Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X