For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তের কাছে এলেও করতে হবে না টেস্ট...! কী বলছে আইসিএমআরের গাইডলাইন

করোনা আক্রান্তের কাছে এলেও করতে হবে না টেস্ট...! কী বলছে আইসিএমআরের গাইডলাইন

  • |
Google Oneindia Bengali News

গোটা দেশে ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। এই অবস্থায় কারা করোনা পরীক্ষা করাবেন আর কাদের এখনই করার প্রয়োজনীয়তা নেই এই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দিল কেন্দ্র। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, করোনা আক্রান্ত রোগীদের সম্পর্কে আসলে কোভিড টেস্ট করানোর কোনও প্রয়োজনীয়তা নেই। যতক্ষণ না পর্যন্ত হাই-রিস্কে থাকা কোনও ব্যাক্তির সঙ্গে আক্রান্তের দেখা হচ্ছে। হাই-রিস্ক বলতে বয়স্ক মানুষ কিংবা অন্যান্য রোগ রয়েছে এমন ব্যক্তিদের কথা বলা হয়েছে।

টেস্টিংয়ে দ্রুততা আনার কথা

টেস্টিংয়ে দ্রুততা আনার কথা

আজ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অর্থাৎ আইসিএমআরের তরফে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আইসিএমআর টেস্ট নিয়ে নয়া এই স্ট্রেটিজি সামনে নিয়ে এসেছে। পরামর্শে স্পষ্ট বলা হয়েছে যে, লক্ষ্মণ রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে সঙ্গে চিহ্নিত করা হোক এবং দ্রুত আইসোলেশনে পাঠানো হক। একই সঙ্গে দ্রুত চিকিৎসা দেওয়ার কথাও বলা হয়েছে। বয়স্ক এবং অন্যান্য অসুথ রয়েছে এমন আক্রান্ত ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার ক্ষেত্রে টেস্টিংয়ে দ্রুততা আনার কথা বলা হয়েছে আইসিএমআরের গাইডলাইনে। বিশেষ করে যাদের হাইপারটেনশন, কিডনি, স্থুলতা সংক্রান্ত সমস্যা রয়েছে।

তথ্য কেন্দ্রকে পাঠানোর সমস্ত সুবিধা থাকা দরকার

তথ্য কেন্দ্রকে পাঠানোর সমস্ত সুবিধা থাকা দরকার

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সবক্ষেত্রে করোনা পরীক্ষা করা যাবে। হাসপাতালে টেস্টিংয়ের ক্ষেত্রে সার্জারি কিংবা ডেলিভারি প্রক্রিয়াতে রয়েছে এমন রোগিদের দেরি না করার কথা বলা হয়েছে। যতটা সম্ভব রেফার না করার কথা বলা হয়েছে। এছাড়াও টেস্ট স্যাম্পেল এক জায়গা নিয়ে এসে তা পরীক্ষা করে তথ্য কেন্দ্রকে পাঠানোর সমস্ত সুবিধা থাকা দরকার।

কাদের পরীক্ষা করার প্রয়োজন নেই-

কাদের পরীক্ষা করার প্রয়োজন নেই-

লক্ষ্মণ নেই এমন লোকেদের করোনা পরীক্ষা করার দরকার নেই।
করোনা রোগীদের কাছে আসলেও করোনা পরীক্ষা করার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত বয়স কিংবা কোমোর্বিটি হিসাবে High Risk হিসাবে ওই ব্যক্তিকে দেখা না হচ্ছে।
যে সমস্ত ব্যক্তি হোম আইসোলেশনের গাইডলাইন মেনে ডিসচার্স হয়েছেন তাঁর আর করোনা পরীক্ষা করার দরকার নেই।
নিয়ম মেনে যে সমস্ত ব্যক্তি হাসপাতাল কিংবা করোনা কেন্দ্র থেকে ছুটি পাচ্ছেন তাঁর আর করোনা পরীক্ষা করার দরকার নেই।
অন্য রাজ্যে ট্রাভেল করার ক্ষেত্রেও করোনা পরীক্ষা করার দরকার নেই।

কাদের টেস্ট করার দরকার আছে-

কাদের টেস্ট করার দরকার আছে-

লক্ষ্মন রয়েছে যেমন জ্বর, কাশি, স্বাদ না পাওয়া, শ্বাস নিতে সমস্যা হলে এখনই করোনা পরীক্ষা করান।
হাই রিস্কে থাকা কোনও ব্যক্তি যদি করোনা আক্রান্তের কাছাকাছি আসেন তাহলে অবশ্যই পরিখা করান।
বিদেশে যাত্রা করছেন কিংবা দেশে ফিরছেন। নিয়ম অনুযায়ী করোনা পরিখা করতেই হবে।

এক নজরে দেশে করোনা গ্রাফ

এক নজরে দেশে করোনা গ্রাফ

দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭৯ হাজারের বেশি। প্রায় ১.৮ লক্ষ ছুঁই ছুঁই পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অবশ্য অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা বাইরাসের সংক্রমণে মারা গিয়েছে ১৪৬ জন। এই অবস্থায় আইসিএমআরের এই গাইডলাইন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

English summary
ICMR new guideline, close contact of Covid patients should not go for test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X