For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস দমনে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের ওষুধ প্রয়োগের পরামর্শ আইসিএমআরের

করোনা ভাইরাস দমনে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের ওষুধ প্রয়োগের পরামর্শ আইসিএমআরের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস দমনে এবার ম্যালেরিয়ায় ওষুধ প্রয়োগের পরামর্শ দিল ইন্ডয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। কোভিড-১৯ এ আক্রান্ত সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়েছে তারা। Hydroxychloroquine নামের এই ওষুধটি কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের নিরাময় করতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা।

করোনা নিরাময়ে ম্যালেরিয়ার ওষুধ

করোনা নিরাময়ে ম্যালেরিয়ার ওষুধ

Hydroxychloroquine নামে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধটি কোভিড-১৯-র সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের বিশেষজ্ঞরা। এই ওষুধটি কয়েক দশক ধরে বিশ্বেব বিভিন্ন দেশে ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। একদল ফরাসী গবেষক জানিয়েছেন Hydroxychloroquine নামে ওষুধটি যদি করোনা আক্রান্ত রোগীকে অ্যান্টিবায়োটিকের সঙ্গে দেওয়া হয় তাহলে সেটা উপকারী হবে। অর্থাৎ রোগ নিরাময়ে কাজ করবে। চিনে নাকি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের উপর সাতবার ক্লিনিকাল ট্রায়াল হয়েছে ম্যালেরিয়ার এই ওষুধের। প্রেসিডেন্ট ট্রাম্পও এই ওষুধটির ব্যবহারের উপর জোর দিতে শুরু করেছেন।

করোনা দমনে এইচআইভি-র ওষুধ

করোনা দমনে এইচআইভি-র ওষুধ

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের উপর এইআইভি-র ওষুধ প্রয়োগ করে সাফল্য পেয়েছেন ভারতের জয়পুরের চিকিৎসকরা। এতে করোনা ভাইরাস আক্রান্ত একাধিক রোগীর উন্নতি হয়েছে বলে জানিয়েছিলেন তাঁরা। অনেক গবেষক আবার ইবোলা মোকাবিলার ওষুধ প্রয়োগের কথাও বলেছেন। কিন্তু ঠিক কোনও একটা ওষুধে এখনই সিদ্ধান্ত নিয়ে পারেননি গবেষকরা।

প্রতিষেধক তৈরির প্রস্তুতি

প্রতিষেধক তৈরির প্রস্তুতি

এখনও ১৮ মাস সময় লাগবে করোনা ভাইরাসের প্রতিষেধক সঠিক ভাবে তৈরি করতে যদিও একটি প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। আমেরিকার এক মহিলাকে সেই প্রতিষেধক পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। জেনিফার নামে ওই তরুণী দুই সন্তানের জননী। প্রতিষেধকটি নেওয়ার পর এখন সুস্থ আছেন তিনি।

English summary
ICMR instruct to use Malaria drug to tereat COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X