For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রোগীর সংখ্যা সাড়ে ১৫ লক্ষে পৌঁছলেও দেশে কোভিড টেস্টে নয়া নজির গড়ল আইসিএমআর

করোনা রোগীর সংখ্যা সাড়ে ১৫ লক্ষে পৌঁছলেও দেশে কোভিড টেস্টে নয়া নজির গড়ল আইসিএমআর

Google Oneindia Bengali News

দেশে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে হলে টেস্টের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। র ভারত ঠিক সেই পথেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আইসিএমারের পক্ষ থেকে টুইটারে এক বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে মোট ১,৭৭,৪৩,৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। টুইটারে আইসিএমারের পক্ষ থেকে বলা হয়, '‌২৮ জুলাই পর্যন্ত মোট কোভিড–১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে ১,৭৭,৪৩,৭৪০টি, যার মধ্যে মঙ্গলবার টেস্ট হয়েছে ৪,০৮,৮৫৫ জনের।’‌

করোনা রোগীর সংখ্যা সাড়ে ১৫ লক্ষে পৌঁছলেও দেশে কোভিড টেস্টে নয়া নজির গড়ল আইসিএমআর


মঙ্গলবার ভারতে গত ২৪ ঘন্টায় আরও ৪৭,৭০৪টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। অতএব মোট করোনা ভাইরাসের সংখ্যা দাঁড়ালো ১৫,৩৫,৩৩৫ জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪,৯৬,৯৮৮ ও সুস্থ হয়ে উঠেছেন ও স্থানান্তর করা হয়েছে মোট ৯,৫২,৭৪৪ জনকে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তিনটি গুরুত্বপূর্ণ শহর কলকাতা, মুম্বই ও নয়ডাতে আইসিএমরের টেস্টিং ল্যাবের উদ্বোধন করেন।

যাতে দেশে প্রতিদিন দশ লক্ষ টেস্ট হতে পারে। তিন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নরেন্দ্র মোদী এই ল্যাবের উদ্বোধন করেন। ‌এই উদ্বোধনে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে দেশে ১৩০০ ল্যাবে প্রতিদিন ৫ লক্ষ করে করোনা টেস্ট করা হচ্ছে।

জনঘনত্বের কারণে মুম্বইয়ের বস্তি এলাকায় ৫৭ শতাংশ সংক্রমণ, ধরা পড়ল সেরো সমীক্ষায়জনঘনত্বের কারণে মুম্বইয়ের বস্তি এলাকায় ৫৭ শতাংশ সংক্রমণ, ধরা পড়ল সেরো সমীক্ষায়

English summary
icmr has set a new record in covid test in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X