For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হু-এর নিষেধাজ্ঞা সত্ত্বেও হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ইতিবাচক দাবি আইসিএমআর-এর!

Google Oneindia Bengali News

করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোগীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় হু। একটি গবেষণায় দেখা গেছে,করোনা ভাইরাস পজিটিভ রোগীদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ তাঁদের মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তারপরই এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করে হু।

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে আইসিএমআর-এর দাবি

হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে আইসিএমআর-এর দাবি

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাই বলুক, আইসিএমআর ফের দাবি করল যে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমছে। সম্প্রতি নিজেদের জার্নালে এক সমীক্ষার রেজাল্ট প্রকাশ করে এমনটা দাবি করে আইসিএম আর।

ল্যানসেটের গবেষণায় কী উঠে আসে ?

ল্যানসেটের গবেষণায় কী উঠে আসে ?

তবে এর আগে দ্য ল্যানসেটের গবেষণা বলে, হাউড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক। বিশেষ করে এক্ষেত্রে হার্ট আর্রিথমিয়ার প্রবণতা থেকেই যায়। এই বিষয়ে হু প্রধান গ্যাব্রিয়েসস বলেন, 'হাইড্রক্সিক্লোরোকুইন এক্ষেত্রে অটোইমিউন কোনও রোগ বা ম্যালেরিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।'

হাউড্রক্সিক্লোরোকুইন নিয়ে ট্রাম্পের পরামর্শ

হাউড্রক্সিক্লোরোকুইন নিয়ে ট্রাম্পের পরামর্শ

হাউড্রক্সিক্লোরোকুইন সাধারণত ব্যবহার করা হয় আর্থারাইটিসের ক্ষেত্রে। ক্লোরোকুইন ব্যবহার করা হয় ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে। কিন্তু এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। তারপর তিনি এই ওষুধ কেনার জন্য সরকারকে পরামর্শ দেন। এদিকে, ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীও কয়েকদিন আগে সুপারিশ করেন, করোনা পজিটিভ রোগীদের সুস্থ করার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার বিষয়ে।

প্রতিষেধক হিসাবে ব্যবহার হাইড্রক্সিক্লোরোকুইন-এর

প্রতিষেধক হিসাবে ব্যবহার হাইড্রক্সিক্লোরোকুইন-এর

এদিকে নিজেদের সমীক্ষা স্বপক্ষে যুক্তি রাখতে গিয়ে আইসিএমআর-এর দাবি, 'ল্যানসেট এবং আমাদের গবেষণা ও হাইড্রক্সিক্লোরোকুইন-এর প্রয়োগ পুরোপুরি আলাদা। ল্য়ানসেট এই ওষুধের যেই প্রয়োগের উপর সমীক্ষা চালায় তাতে এটা করোনা আক্রান্ত রোগীদের উপর প্রয়োগ করা হয়েছে। এদিক আমরা এই ওষুধ প্রতিষেধক হিসাবে ব্যবহারের কথা বলছি।'

<strong>চিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখে</strong>চিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখে

English summary
ICMR claims hydroxycholroquine useful in preveting coronavirus outbreak in spite pf who and lancet studies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X