For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেকেন্ড ওয়েভে করোনা উপসর্গ কি আলাদা? ব্যাখ্যা দিলেন আইসিএমআর প্রধান

সেকেন্ড ওয়েভে করোনা উপসর্গ কি আলাদা? ব্যাখ্যা দিলেন আইসিএমআর প্রধান

Google Oneindia Bengali News

প্রথমবারের চেয়ে দ্বিতীয়বারের ধাক্কা একটু বেশিই। করোনায় দিনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছুঁই ছুঁই। তারসঙ্গে হাসপাতালে বেডের সংকট। অক্সিজেনের সংকট, ভ্যাকসিন সংকট। চরম দূরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশে। এবার যেন একেবারের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত একের পর এক রাজনৈতিক নেতা মন্ত্রী, তারকারা। যদিও গবেষকদের দাবি প্রথম বারের চেয়ে দ্বিতীয় ওয়েভে করোনার মারণ ক্ষমতায় কম। তুলনামূলক ভাবে করোনার সংক্রামক বেশি। তাই উপসর্গের দিক থেকে সেকেন্ড ওয়েভে করোনার উপসর্গ খুবই নগন্য। যাঁরাই আক্রান্ত হচ্ছেন তাঁদের বেশিরভাগই হোম আইসোলেশনে থাকছেন।

করোনার সেকেন্ড ঢেউয়ে বিপর্যস্ত দেশ

করোনার সেকেন্ড ঢেউয়ে বিপর্যস্ত দেশ

করোনা সংক্রমণের সেকেন্ড ঢেউ আছড়ে পড়েছে দেশে। দৈনিক সংক্রমণ প্রায় ৩ লক্ষ ছুঁই ছুঁই। করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক রাজ্য লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। িদল্লি, মুম্বই, উত্তর প্রদেশ লকডাউন, নাইট কার্ফু, ১৪৪ ধারার পথ বেছে নিয়েছে। করোনার সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত গোটা দেশে। চারিদিকে অক্সিজেন সংকট, ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশের অবস্থা ভয়াবহ।

করোনার উপসর্গে কতটা তফাত

করোনার উপসর্গে কতটা তফাত

করোনা সংক্রমণ এবার গতবারের থেকে অনেকটাই বেশি। কিন্তু উপসর্গের দিক থেকে অনেকটাই পার্থক্য রয়েছে। আইসিএমআরের ডিরেক্টর জেনারেল ডাক্তার বলরাম ভার্গভ জানিয়েছেন, গতবারের চেয়ে দ্বিতীয়বারে করোনা সংক্রমণের উপসর্গ খুবই নগন্যমাত্র। যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের উপসর্গ থাকছে না বললেই চলে। প্রথম দফায় কিন্তু গলাব্যাথা, কাশি, জয়েন্ট পেইন, মাথা ব্যাথার মতো একাধিক করোনা উপসর্গ দেখা দিচ্ছিল রোগীদের মধ্যে।
তিনি জানিয়েছেন যাঁদের মৃদু উপসর্গ রয়েছে তাঁরা বাড়িতেই চিকিৎসকের পরামর্শে চলতে পারেন, হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। সেকেন্ড ওয়েভে করোনা আক্রান্তদের আর ভেন্টিলেটরের তেমন প্রয়োজন পড়ছে না।

আরটি-পিসিআর টেস্টই জরুরি

আরটি-পিসিআর টেস্টই জরুরি

করেনা সংক্রমণ দ্রুত চিহ্নিতকরণের জন্য আরটি পিসিআর টেস্টই একমাত্র ভরসা যোগ্য বলে দাবি করেছেন আইসিএমআর। তবে গতবারের মতো এবারও প্রবীণও বৃদ্ধদের করোনা আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। প্রথম সংক্রমণের সময় বেশি আক্রান্ত হচ্ছিলেন ৫০ বছরেপ উর্ধ্বে যাঁরা তাঁরা। এবার বেশি আক্রান্ত হচ্ছেন ৪৯ বছরের উর্ধ্বে যাঁরা তাঁরা।

১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ

১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ

করোনার সেকেন্ড ওয়েভ ঘুম ছুটিয়েছে গোটা দেশের। রাহুল গান্ধী, যোগী আদিত্যনাথ, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকী বলিউড তারকারাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। পরিস্থিতি বিবেচনা করে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ১ মে থেকেই কার্যকর হবে এই নিয়ম।

আক্রান্ত চালক, গার্ড, শিয়ালদহের পর হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল মোট ২৮ টি ট্রেন আক্রান্ত চালক, গার্ড, শিয়ালদহের পর হাওড়ার বিভিন্ন শাখায় বাতিল মোট ২৮ টি ট্রেন

English summary
ICMR chief says Coronavirus second wave sympton less than first wave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X