For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হামলার সম্ভাবনা! অযোধ্যায় সতর্কতা জারি

অযোধ্যায় রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা। বিষয়টি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আইবির তরফ থেকে। রবিবার ভিএইচপির তরফে ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা। বিষয়টি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আইবির তরফ থেকে। রবিবার ভিএইচপির তরফে ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সন্দেহ, এই ধর্ম মহাসভায় হামলা চালাতে পারে জঙ্গিরা। এদিকে, আইবি থেকে তথ্য পাওয়ার পরেই অযোধ্যার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন উত্তর প্রদেশ সরকার।

 জঙ্গি হামলার সম্ভাবনা! অযোধ্যায় সতর্কতা জারি

ভিএইচপি ও আরএসএস-এর দাবি অযোধ্যার ধর্ম মহাসভায় দুলক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করবেন। ভিএইচপি এর আগেই জানিয়েছে, রামমন্দির তৈরি আগে এটাই তাদের শেষ ধর্ম মহাসভা।

এদিকে আইবির রিপোর্ট পাওয়ার পরেই অযোধ্যায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এডিজি এবং ডিআইজি পর্যায়ের আধিকারিকরা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানি গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অযোধ্যায় নিরাপত্তার জন্য পিএসি, আরএএফ, এটিএস-এর ৪২ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মোতায়েন হওয়া নিরাপত্তা আধিকারিকদের মধ্যে রয়েছেন এসপি স্তরের ৩ জন, এএসপি স্তরের ১০ জন, ডিএসপি স্তরের ২১ জন, ইনস্পেক্টর ১৬০ জন।

বাইরে থেখে যাওয়া প্রত্যেককেই আলাদা করে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি ট্রেন এবং স্থানীয় হোটেলগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে।

English summary
IB informed UP Police about terror attack in Ayodhya Dharm sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X