For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ‘চ্যালেঞ্জার’ হচ্ছেন দেশের আইএএস টপার! ‘ভূস্বর্গে’র আইকন এখন স্বপ্নের কারিগর

দেশে আইএএস হিসেবে টপার হয়েছিলেন কাশ্মীরের যুবক শাহ ফয়জল। তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল গোটা দেশ। তিনি হয়ে উঠেছিলেন ভূস্বর্গের তরুণ প্রজন্মের আইকন।

  • |
Google Oneindia Bengali News

দেশে আইএএস হিসেবে টপার হয়েছিলেন কাশ্মীরের যুবক শাহ ফয়জল। তাঁকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল গোটা দেশ। তিনি হয়ে উঠেছিলেন ভূস্বর্গের তরুণ প্রজন্মের আইকন। শুধু কী কাশ্মীরের মানুষ নিজেও তো স্বপ্নের ফেরিওয়ালা হয়ে উঠেছিলেন শাহ ফয়জল। কিন্তু ছন্দ কেটে গেল অচিরেই। শেষমেশ রাজনীতিতে পা দিয়ে হয়ে উঠলেন মোদীর 'চ্যালেঞ্জার'।

মোদীর ‘চ্যালেঞ্জার’ হচ্ছেন দেশের আইএএস টপার! চোখে স্বপ্ন

২০১০ সালে মাত্র ২৬ বছর বয়সে আইএএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছিলেন ফয়জল। তাঁর প্রতিভার আলোতেই অন্ধকার কাটার স্বপ্ন দেখতে শুরু করেছিল অশান্ত কাশ্মীর। কিন্তু সেই প্রতিভাকেই এবার হারাতে চলেছে কাশ্মীর। চাকরি জীবন থেকে শেষ অব্যহতি নিয়ে নতুন ইনিংস শুরু করতে হচ্ছে রাজনীতিতে।

ধর্ষণ নিয়ে সরব হয়েছিলেন দেশের এই আইএএস টপার। শেষ পর্যন্ত তার মাশুল গুণতে হচ্ছে ফয়জলকে। ফয়জলের রাজনীতিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে এনেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি আসন্ন লোকসভা নির্বাচনে লড়াইও করতে পারেন। সবকিছু ঠিকঠাক চললে ন্যানাশ কনফারেন্সের হয়ে তিনি ভোটে লড়তে পারেন।

মোদীর ‘চ্যালেঞ্জার’ হচ্ছেন দেশের আইএএস টপার! চোখে স্বপ্ন

২০১৮ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটনা নিয়ে সরব হয়েছিলেন এই আইএএস। তাঁর এইসব সরকারবিরোধী কথাবার্তা ভালোভাবে নেয়নি সরকার। তাঁর বিরুদ্ধে সার্ভস রুল ভাঙার অভিযোগ আনা হয়। ফয়জলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপরই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেন তিনি।

তাঁর এই চরম দুঃসময়ে পাশে দাঁড়ান ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু-কাশ্মীরের নেতা ওমর আবদুল্লা। কাশ্মীরের আইএএস শাহ ফয়জল আমলা হিসেবে যোগ দেওয়ার পরও নানা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। একটা সময় স্কলারশিপ পেয়ে হাভার্জ কেনেডি স্কুলে পড়াশোনার সুযোগও পেয়েছিলেন ফয়জল।

English summary
Topper of IAS youth of Kashmir Shah Faesal joins in politics leaving job. He compels to resign in Job for Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X