For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুলায়মের গ্রামে সুইমিং পুল তৈরিতে বিলম্ব, সাসপেন্ড আইএএস অফিসার

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মুসায়ম সিং যাদব
লখনউ, ২৭ ডিসেম্বর: সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের গ্রামে সুইমিং পুল তৈরিতে দেরি হওয়ায় সাসপেন্ড হলেন এক আইএএস অফিসার। অবসর গ্রহণের ঠিক এক মাস আগে তিনি কোপে পড়ায় রাজনীতিক তরজা শুরু হয়েছে উত্তরপ্রদেশে।

শৈলেশকুমার সিং উত্তরপ্রদেশ ক্যাডারের একজন বরিষ্ঠ আইএএস অফিসার। মুলায়ম সিং যাদব চেয়েছিলেন, নিজের গ্রাম সাইফাইতে একটি আধুনিক সুইমিং পুল তৈরি হোক। বছরের সব সময়ে সেখানে সাঁতারুরা অনুশীলন করতে পারবে, এমন 'অল-ওয়েদার সিস্টেম' থাকুক। বাবার ইচ্ছাকে বাস্তবায়িত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব নিজে উদ্যোগী হন। শৈলেশকুমার সিংকে দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ, পরিকল্পনার খসড়া অনুমোদন করতে অনেক দেরি করেন ওই আইএএস অফিসার। মাঝখানে নাকি বিভিন্ন ছুতোয় কাজে বাগড়া দেন। যে ঠিকাদার সংস্থাগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সুইমিং পুল নির্মাণের, তাদের প্রাপ্য টাকাও আটকে রাখেন। মুলায়ম সিংয়ের ইচ্ছে ছিল, 'সাইফাই মহোৎসব'-এর আগে এই সুইমিং পুলের কাজ সম্পূর্ণ হোক। প্রসঙ্গত, এটি হল সমাজবাদী পার্টি কর্তৃক আয়োজিত একটি উৎসব। ফি বছর এ উপলক্ষে সেজে ওঠে মুলায়ম সিং যাদবের গ্রাম। প্রচুর লোকসমাগম হয়।

অভিযোগ, শৈলেশকুমার সিংয়ের গড়িমসির কারণে প্রকল্পটি শেষ হয়নি নির্দিষ্ট সময়ে। ক্ষুব্ধ মুলায়ম অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তথা ছেলে অখিলেশ সিং যাদবের কাছে। রেগে কাঁই অখিলেশ তৎক্ষণাৎ সাসপেন্ড করেন ওই প্রশাসনিক কর্তাকে।

ওয়াকিবহাল মহল অবশ্য বলছে, কাজে বিলম্ব হওয়াটা একটা ছুতো মাত্র। ওই অফিসার বহুজন সমাজ পার্টির ঘনিষ্ঠ হওয়ায় তাঁর ওপর কোপ পড়েছে। মায়াবতীর ডান হাত বলে পরিচিত বিএসপি নেতা সতীশচন্দ্র মিশ্র এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে শৈলেশকুমার সিংয়ের সহপাঠী ছিলেন। তাই প্রথম থেকে এই অফিসার অখিলেশ সিং যাদবের সুনজরে ছিলেন না। অজুহাত পাওয়া মাত্রই ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। নইলে সারা রাজ্যেই তো খেলাধুলোর ন্যূনতম পরিকাঠামোটুকু নেই। সেখানে একটা গ্রামে সুইমিং তৈরি না হওয়া নিয়ে আইএএস অফিসারের ওপর কোপ পড়া বাহুল্য মাত্র।

English summary
IAS officer delays project in Mulayam's village, suspended
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X