For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা, এমনই ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান

বায়ুসেনার আধুনিকীকরণে কোমও কমতি করা হচ্ছে না। সবরমক ভাবে শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হচ্ছে। রাশিয়া থেকে খুব শীঘ্রই আসতে চলেছে এস-৪০০ ট্রিম্ফ। রাশিয়ার তৈরি এই অ্যান্টি এয়ার মিশাইল বায়ুসেনার সংযোজন

Google Oneindia Bengali News

বায়ুসেনার আধুনিকীকরণে কোমও কমতি করা হচ্ছে না। সবরমক ভাবে শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হচ্ছে। রাশিয়া থেকে খুব শীঘ্রই আসতে চলেছে এস-৪০০ ট্রিম্ফ। রাশিয়ার তৈরি এই অ্যান্টি এয়ার মিশাইল বায়ুসেনার সংযোজন করা হবে। এখানেই শেষ নয় সুখোইয়ের আধুনিকীকর করা হচ্ছে। এছাড়া ফ্রান্স থেকে রাফাল তো আনাই হচ্ছে। সব মিলিয়ে ভারতের বায়ুসেনার আধুনিকীকরণে কোনও কমতি রাখা হচ্ছে না।

আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা, এমনই ইঙ্গিত দিলেন বায়ুসেনা প্রধান

বায়ুসেনার বার্ষিক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন তিনি। ১ অক্টোবর ধানোয়ার জায়গায় নতুন বায়ুসেনা প্রধান নিযুক্ত হয়েছেন রাকেশ কুমার সিং ভাদুড়িয়া। তিনি জানিয়েছেন ২৬ ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইকের দিনটি ভারতীয় বায়ুসেনার ইতিহাসের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

হাতে কোনও রকম সময় না নিয়েই বালাকোটে যেভাবে সফল ভাবে এয়ার স্ট্রাইক করতে সক্ষম হয়েছে বায়ুসেনা তাতে তাঁদের মনোবল আরও বেড়েছে। প্রায় হাজার দুয়েক বোমা মিরাজ থেকে বর্ষণ করা হয়েছে বালাকোটের জঙ্গি শিবিরে। সেই ঘটনার ভিডিওটিও আজ প্রকাশ করা হয়েছে। তার পর থেকে বায়ুসেনাকে শক্তিশালী করতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমানের বরাদ দিয়ে চলেছে ভারত। রাফাল, অত্যাধুনিক সুখোই, মিগ সবই এবার যুক্ত হতে চলেছে বায়ুসেনায়।

English summary
IAF top gun stated that frontline Sukhoi Su-30MKIs will be upgraded soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X