For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার দুর্ঘটনার মুখে বায়ুসেনার বিমান, রাজস্থানে ভেঙে পড়ল মিগ–২১, নিরাপদে পাইলট

Google Oneindia Bengali News

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ু সেনার মিগ–২১ বাইসন যুদ্ধ বিমান। বুধবার রাজস্থানের বার্মারে ভেঙে পড়ে বায়ু সেনার এই যুদ্ধ বিমান। জানা গিয়েছে প্রশিক্ষণরত অবস্থায় বিমানটি ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। এর আগেই মিগ–২১ বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল।

বারবার দুর্ঘটনার মুখে বায়ুসেনার বিমান, রাজস্থানে ভেঙে পড়ল মিগ–২১, নিরাপদে পাইলট

এক বিবৃতিতে বায়ু সেনার পক্ষ থেকে বলা হয়েছে, '‌বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আইএএফ মিগ–২১ বাইসন এয়ারক্রাফট এয়ারবোর্ন পশ্চিম সেক্টরে প্রশিক্ষণরত অবস্থায় ছিল, কিন্তু বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার ফলে তা অবতরণ করতে বাধ্য হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। কারণ অনুসন্ধানের জন্য আদালতের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’‌

এ বছরের মে মাসে আইএএফ মিগ–২১ বাইসন বিমান দুর্ঘটনার মুখে পড়েছিল। পাঞ্জাবের মোগার কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। বায়ুসেনার তরফে জানানো হয়, গভীর রাতে নিয়মমাফিক উড়ানের সময় ওই দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু, চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার সময় মোগাতে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই ঘটনাতেও আদালতের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার মিগ-২১ প্রশিক্ষণ যুদ্ধবিমান। সেক্ষেত্রে প্রাণে রক্ষা পান দুই পাইলট। তার আগে, মিগ বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল ওই বছরের ফেব্রুয়ারি মাসে। ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার সঙ্গে মাঝ-আকাশে ডগ-ফাইটের সময় দুর্ঘটনায় ধ্বংস হয় কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বিমান।

প্রসঙ্গত, চার দশক আগে দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল রুশ–নির্মিত মিগ বিমানগুলি। যদিও একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে চলেছে বিমানগুলি। বর্তমানে একটিমাত্র স্কোয়াড্রন (১৭টি বিমান) অবশিষ্ট রয়েছে। আগামী ১-২ বছরের মধ্যে সবকটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা। অন্যদিকে, গত বছরের নভেম্বর মাসে প্রশিক্ষণ চলাকালীন আরব সাগরের উপর ভেঙে পড়ে ভারতীয় নৌসেনার মিগ-২৯ বিমান। ওই ঘটনার পর সেদিনই এক বিমান চালকের দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরেকজন। ১১ দিন পর উদ্ধার হয় দ্বিতীয় চালকের দেহ। তার আগে ২০১৯ সালে নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালীন মিগ-২৯ ভেঙে পড়েছিল। গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনও ক্ষতি হয়নি। তার আগে ২০১৮ সালে মিগ-২৯ রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাণে বেঁচে যান পাইলট।

English summary
iaf mig 21 aircraft crashes in rajasthan pilot safe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X