For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান থেকে ধেয়ে আসা বিমানকে জয়পুরে টেনে নামাল বায়ুসেনা

পাকিস্তানের দিক থেকে উড়ে আসা একটি মালবাহী বিমানকে টেনে নামাল ভারতীয় বায়ুসেনা।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের দিক থেকে আচমকা উড়ে আসা একটি মালবাহী বিমানকে টেনে নামাল ভারতীয় বায়ুসেনা। এদিন পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসা বিমানটিকে জয়পুর বিমানবন্দরে নামানো হয়েছে। জানা গিয়েছে এনটোনভ এন টুয়েলভ বিমানটি জর্জিয়া থেকে নয়াদিল্লির দিকে আসছিল ভায়া পাকিস্তান হয়ে। তবে আচমকা তা পথ বদলে ফেলে। এবং উত্তর গুজরাতের একটি অজানা লোকেশন থেকে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে।

পাকিস্তান থেকে ধেয়ে আসা বিমানকে টেনে নামানো হল জয়পুরে

ভারতীয় বায়ুসেনা বিষয়টি লক্ষ্য করেই সঙ্গে সঙ্গে তৎপরতা দেখায় এবং সেটিকে জয়পুর বিমানবন্দরে নামতে বাধ্য করে। সূত্রের খবর বিমানের দুই চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এদিন বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

খবর অনুযায়ী, বিমানটি এটিএস অর্থাৎ এয়ার ট্রাফিক সার্ভিসেস-এর রুট মানেনি। এবং ভারতীয় কন্ট্রোলিং এজেন্সির রেডিও বার্তাতেও সাড়া দিচ্ছিল না। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই এই সীমান্ত এলাকার এটিএস রুট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই রুট ধরেই বিমানটি ভারতীয় সীমানায় ঢুকে পড়েছে। তবে বায়ুসেনার তৎপরতায় বিমানটিকে লক্ষ্য করে নির্দেশ দিয়ে জয়পুর বিমান বন্দরের নামানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

English summary
IAF jets force An-12 cargo plane entering from Pakistani air space to land at Jaipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X