For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের পুঞ্চ, রজৌরির আকাশে যুদ্ধবিমান! হাই অ্যালার্ট এলাকায়

কয়েকদিন আগেই পাঞ্জাব সীমান্তের আশপাশ দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ উড়তে দেখা যায়। ঘটনা ঘিরে রীতিমত তৎপরতা শুরু করে ভারতীয় বায়ুসেনাও। পাল্টা তাড়া করে বায়ুসেনার মিরাজ ও মিগ যুদ্ধবিমান।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই পাঞ্জাব সীমান্তের আশপাশ দিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ ১৬ উড়তে দেখা যায়। ঘটনা ঘিরে রীতিমত তৎপরতা শুরু করে ভারতীয় বায়ুসেনাও। পাল্টা তাড়া করে বায়ুসেনার মিরাজ ও মিগ যুদ্ধবিমান। এরপর এদিন কাশ্মীরার পুঞ্চের মেন্ধার ও রজৌরিতে বায়ুসেনার যুদ্ধবিমানকে উড়তে দেখা যায়।

কাশ্মীরের পুঞ্চ, রজৌরির আকাশে যুদ্ধবিমান! হাই অ্যালার্টে বায়ুসেনা

প্রাথমিকভাবে খবর এসেছিল , যে সকালের দিকে পাকিস্তানের কোনও যুদ্ধবিমানকে রজৌরি সেক্টরের আকাশে দেখা গিয়েছে। তবে বায়ুসেনার তরফে সেই খবরকে নস্যাৎ করে দেওয়া হয়। এদিকে, জানা যায় আকাশে একে অপরকে ক্রস করে উড়তে দেখা যায় বেশ কয়েকটি বিমান ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ছিল। তবে এই এলাকায় হাইঅ্যালার্ট জারি রয়েছে বলে খবর।

[আরও পড়ুন:পাক জেলে বন্দি ১০ ভারতীয়, ফেরত পেতে নয়া তৎপরতা কেন্দ্রের][আরও পড়ুন:পাক জেলে বন্দি ১০ ভারতীয়, ফেরত পেতে নয়া তৎপরতা কেন্দ্রের]

এদিকে, আজ সকালে রাজস্থানের নাল এয়ারবেসে লাইভ মর্টার বোমা উদ্ধার হয়। ঘটনা ঘিরে রীতিমত চাঞ্চল্য দেখা যায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার কর্তারা। শুরু হয় তদন্ত।

[আরও পড়ুন: পালিয়েও লাভ হল না! ইউএই থেকে এনআইএ-র হাতে দুর্ধর্ষ কাশ্মীরি জঙ্গি][আরও পড়ুন: পালিয়েও লাভ হল না! ইউএই থেকে এনআইএ-র হাতে দুর্ধর্ষ কাশ্মীরি জঙ্গি]

English summary
IAF jets criss-cross the sky over J&K's Mendhar, Rajouri as forces remain on high alert.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X