For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পানাগড়ে এয়ারবেসে এল বায়ুসেনার এই বিশেষ বিমান, তাহলে কি যুদ্ধ আসন্ন

পানাগড়ে ৬টি সি- ১৩০জে সুপার হারকিউলিস যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ডোকলাম নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার পানাগড়ে ৬টি সি- ১৩০জে সুপার হারকিউলিস যুদ্ধবিমান মোতায়েন করল বায়ুসেনা। পানাগড়ের আর্জন সিং এয়ার ফোর্স স্টেশনটি গত মাসেই পুরোপুরিভাবে কাজ করতে শুরু করেছে।

[আরও পড়ুন:ভারতের এই হেলিকপ্টার চিন, পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে ][আরও পড়ুন:ভারতের এই হেলিকপ্টার চিন, পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে ]

পানাগড়ে এয়ারবেসে এল বায়ুসেনার এই বিশেষ বিমান, তাহলে কি যুদ্ধ আসন্ন

গাজিয়াবাদের হিন্দনের পর পানাগড়ই দেশের দ্বিতীয় এয়ারবেস যেখানে সুপার হারকিউলিস যুদ্ধবিমান রাখার পরিকাঠামো রয়েছে। গত দু বছর ধরেই লকহিড মার্টিন সংস্থার ইঞ্জিনিয়াররা পানাগড় এয়ারবেসে সি-১৩০ জে সুপার হারকিউলিস রাখার জন্য হ্যাঙার তৈরি করছিলেন। ইলইউসিন - দ্বিতীয় ৭৮ নামে একটি রিফুয়েলারও রাখা হয়েছে পানাগড়ের আর্জন সিং এয়ারবেসে। মূলত ইস্টার্ন এয়ার কমান্ডের সুখোই -৩০ যুদ্ধবিমানের জন্যই এই রিফুয়েলার এখানে বসানো হয়েছ বলে বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে। এই রিফুয়েলার দিয়ে মাঝ আকাশেই বিমানে জ্বালানি ভরা সম্ভব।

২০১১ সালে ভারতীয় বায়ুসেনায় সামিল করা হয় সি-১৩০ জে সিরিজের সুপার হারকিউলিস যুদ্ধবিমানকে। ভেইলড ভাইপার্স নামে প্রথম স্কোয়াড্রনটিকে রাখা হয় গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসেই। অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলি যেমন খুব ছোট রানওয়ে থেকে টেক অফ করতে পারে তেমনই এর অ্যাডভান্স ল্যান্ডিং গিয়ারের সাহায্যে রানওয়ে ছাড়াও অবতরণ করতে সক্ষম এই বিমানগুলি।

গত দু বছরে একপ্রকার নিঃশব্দেই নতুন করে গড়ে তোলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি পানাগড় এয়ারবেসটিকে। সাম্প্রতিক চিনা আগ্রাসনকে মাথায় রেখেই এই কাজ বলে অনেকে মনে করলেও বায়ুসেনার দাবি, এটা রুটিন কাজ, এই এয়ারবেস গড়ে তোলার সঙ্গে চিনা আগ্রাসনের কোনও সম্পর্ক নেই।

English summary
IAF deploys super hercules aircraft at panagarh airbase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X