For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিগ ২১ -এর জায়গায় রাফালে! নতুন সাজে বিমান বাহিনীর 'গোল্ডেন অ্যারোজ' স্কোয়াড্রন

ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারোজ স্লোয়াড্রনের পুনরুজ্জীবন। বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া কাজটি শুরু করেছেন রাফালেকে দিয়ে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারোজ স্লোয়াড্রনের পুনরুজ্জীবন। বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া কাজটি শুরু করেছেন রাফালেকে দিয়ে। মঙ্গলবার হরিয়ানার আম্বালা এয়ারবেসে কাজটি সম্পন্ন হয়। বিমান বাহিনী থেকে মিগ ২১-এর অবসরের ফলে গোল্ডেন অ্যারোজের নামটাই শুধু অক্ষত ছিল।

 মিগ ২১ -এর জায়গায় রাফালে! নতুন সাজে বিমান বাহিনীর গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রন

পাকিস্তানের মোকাবিলায় ভারতীয় বিমান বাহিনীর এক স্কোয়াড্রন (১৮টি) রাফালে থাকবে আম্বালায়। অপর স্কোয়াড্রন বিমান থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারায়। চিনের সঙ্গে লড়াইয়ের জন্য। ভারতের তরফে ডসাল্ট এভিয়েশনের কাছে ৩৬ টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে।

১৯৯৯-এর কারগিল যুদ্ধের সময়ে ১৭ গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনের নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বরফাবৃত হিমালয়ের ওপর দিয়ে পাকিস্তানের হানাদারদের ওপর বোমা ফেলেছিলেন মিগ ২১ যুদ্ধ বিমানের সাহায্যে। বিমান বাহিনী থেকে মিগ ২১-এর অবসরের ফলে গোল্ডেন অ্যারোজের নামটাই শুধু রয়ে যায়।

ফ্রান্সের বোর্ডক্সে ডসাল্ট অ্যাভিয়েশনের প্ল্যান্ট থেকে রাফালে আনতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং এয়ার চিফ মার্শাল ধানোয়া।

যদিও, ভারতের হাতে প্রথম রাফালের আসতে ২০২০-র এপ্রিল মে হয়ে যাবে। এই সময়ের মধ্যে পাইলট, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ট্রেনিং দেওয়া হবে। ইতিমধ্যেই একদলকে ট্রেনিং দেওয়া হয়ে গিয়েছে। ২০২০-র মে পর্যন্ত তিনটি ভাগে ২৪ জন পাইলটকে পর্যায়ক্রমে ট্রেনিং দেওয়া হবে।

English summary
IAF Chief Air Chief Marshal BS Dhanoa resurrects No. 17 'Golden Arrows' Squadron, by Rafale fighters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X