For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যালের থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩০০টি যুদ্ধবিমান কিনছে আইএএফ

হ্যালের থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩০০টি যুদ্ধবিমান কিনছে আইএএফ

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)–এর থেকে ৩০০টি যুদ্ধ বিমান এবং বেসিক ট্রেনার কিনতে বদ্ধপরিকর ভারতীয় বায়ু সেনা। এমনটাই জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি এও জানান যে এগুলি কিনতে সরকারের কয়েক বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

হ্যালের থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩০০টি যুদ্ধবিমান কিনছে আইএএফ


তবে ভারতীয় বায়ু সেনারও কিছু শর্ত রয়েছে। ৩০০টি যুদ্ধ বিমান ও বেসিক ট্রেনার কেনার চুক্তি সই হওয়ার পর নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বায়ু সেনার হাতে প্রতিটি বিমান ও অন্যান্য জিনিস তুলে দিতে হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি বলেন, '‌এক্ষেত্রে এরোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি (‌এডিএ)‌ এবং হ্যাল–এর মধ্যে তালমিল বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে।’‌ প্রসঙ্গত, এডিএ প্রতিরক্ষা মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চের অধীনে কাজ করে। এই বিভাগের প্রধান দায়িত্বই হল ভারতের লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট প্রোগ্রামের তদারকি করা। দেশীয় যুদ্ধ বিমান কেনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এয়ার মার্শাল আর কে সিং ভাদুরিয়া। সম্প্রতি তিনি দায়িত্ব নিয়েছেন চিফ অফ এয়ার স্টাফ হিসেবে। আইএএফ জানায় যে তেজস মার্ক–২–এর ১০ স্কোয়াড্রনস (‌প্রত্যেকটি স্কোয়াড্রনে ১৬–১৮টি যুদ্ধবিমান থাকে)‌ এবং ৩৬টি অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট (‌এএমসিএ)‌ যুদ্ধবিমান কিনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি আইএএফ জানিয়েছে যে তাদের নতুনভাবে তৈরি এইচটিটিপি–৪০ এয়ারক্রাফটেরও প্রয়োজন রয়েছে।

ইতিমধ্যে ভারতীয় বায়ু সেনা ৪০টি প্রথম দফার তেজস বিমান কিনেছে। দেশীয় পদ্ধতিতে তৈরি ৮৩টি তেজস মার্ক–১ যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত চুক্তি সই হবে চলতি আর্থিক বর্ষের শেষের দিকে।

তেজ কমতে চলেছে 'মহা'র! শক্তি বাড়িয়ে উপকূলের দিকে 'বুলবুল'তেজ কমতে চলেছে 'মহা'র! শক্তি বাড়িয়ে উপকূলের দিকে 'বুলবুল'

English summary
Indian Air Force buys 40 Tejas aircraft in first phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X