For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই! ট্রেনে আটকে থাকা প্রায় ২০০০ যাত্রীর উদ্ধারে নামতে পারে হেলিকপ্টার

ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। শহরের বিভিন্ন জায়গায় যেমন জল জমেছে, জল দাঁড়িয়ে রয়েছে রেললাইনের ওপরেও। প্রায় ২ হাজার যাত্রী নিয়ে আটকে পড়েছে মুম্বই কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস।

  • |
Google Oneindia Bengali News

ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। শহরের বিভিন্ন জায়গায় যেমন জল জমেছে, জল দাঁড়িয়ে রয়েছে রেললাইনের ওপরেও। প্রায় ২ হাজার যাত্রী নিয়ে আটকে পড়েছে মুম্বই কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস। শনিবার সকালে এমনটাই জানিয়েছে সেন্ট্রাল রেলওয়ে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পাঠানো হয়েছে এনডিআরএফ-এর একাধিক দলকে। ভারতীয় বায়ু সেনা এবং নৌসেনাকেও সেখানে পাঠানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার নামানো হতে পারে বলে শোনা যাচ্ছে।

আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ ব্যবস্থা

আটকে পড়া যাত্রীদের উদ্ধারে বিশেষ ব্যবস্থা

আটকে পড়া যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার নামানোর কথা চিন্তা করা হলেও, প্রবল বৃষ্টির কারণে সেই চিন্তাভাবনা সরিয়েই রাখতে হয়। যাত্রীদের উদ্ধারে বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে বলে সেন্ট্রাল রেল সূত্রে খবর।

শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীদের উদ্ধারে আপাতত তিনটি বোট পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যসচিব নিজের বিষয়টি দেখছেন। এনডিআরএফ-এর সঙ্গে নৌসেনা এবং বায়ু সেনার জওয়ানরাও সেখানে গিয়েছেন।

ঘটনাস্থল মুম্বই থেকে প্রায় ১০০ কিমি দূরে

মুম্বই কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস যেখানে আটকে পড়েছে, সেই জায়গাটি হল বদলাপুর এবং ওয়াঙ্গানির মধ্যবর্তী এলাকায়। মুম্বই থেকে বদলাপুরের দূরত্ব প্রায় ১০০ কিমি। আপাতত এই লাইনে ট্রেন চলাচল বন্ধের কথা ঘোষণা করেছে সেন্ট্রাল রেলওয়ে।

যাত্রীদের বিস্কুট ও জল বিলি

ট্রেনটি যেখানে আটকে পড়েছে, সেখানে প্রথম যায় আরপিএফ এবং সিটি পুলিশ। তারা আটকে পড়া যাত্রীদের মধ্যে বিস্কুট ও খাওয়ার জল বিলি করেন।

সেন্ট্রাল রেলের তরফে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ট্রেন থেকে নেমে না পড়েন। আরপিএফ এবং সিটি পুলিশ তাদের দেখভালের জন্য রয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে অবিরাম বৃষ্টিতে বাণিজ্যনগরী মুম্বইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই অবস্থা শহরতলীরও। সারা মহারাষ্ট্র জুড়েই বৃষ্টি চলছে। এদিন সকালে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ টি বিমান বাতিল করা হয়। যার মধ্যে সাতটি বিমান ছেড়ে যাওয়ার কথা ছিল আর চারটি মুম্বইতে যাওয়ার কথা ছিল।

English summary
IAF and Navy deployes to rescue about 2000 stranded passenger of Mahalaxmi Express near Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X