'আমি কোনও ফর্ম ফিল আপ করব না ',নাগরিকত্ব নিয়ে মোদী বিরোধিতার সুর এবার কোন নেতার
এনআরসি ও এনপিআর-এর বিরোধিতা নিয়ে এবার সরব উত্তরপ্রদেশের 'বাবুয়া' অখিলেশ যাদব। সাফ বার্তায় তিনি বলেন যে কোনও মতেই তিনি নিজের নথি পেশ করবেন না। কোনও ফর্ম তিনি পূরণ করবেন না। আর এই সুরেই তিনি মোদী সরকারের বিরুদ্ধে কার্যত হুঙ্কার দিয়ে দেন।

অখিলেশের বার্তা
অখিলেশ যাদব বলেন,' এনপিআর হোক বা এনারসি হোক ,এই সমস্তটাই মানুষের বিরোধী। এগুলি সংখালঘু আর মুসলিমদের বিরোধী।'

সমাজবাদী পার্টি নেতাদের কী বলতে চান অখিলেশ?
সমাজবাদী পার্টির নেতাদের প্রতি অখিলেশের বার্তা, ' প্রশ্ন হল আমাদের এনআরসি চাই নাকি চাকরি? প্রয়োজনে আমিই হব প্রথম মানুষ যিনি ফর্ম পূরণ করবেন না। আপনারা কি আমায় সমর্থন করবেন না? আমরা যদি ফর্ম পূরণ না করি , তাহলে আমাদের তাড়িয়ে দেওয়া হবে। আমি তো করব না। আপনারা কি করবেন? '

পুলিশের প্রতি অখিলেশের বার্তা
এক অনুষ্ঠানে অখিলেশ যাদব নাগরিকত্ব ইস্যুতে মোী বিরোধিতায় সরব হয়ে জানান, সমস্ত ভারতীয়দের উচিত নাগরিকত্ব ইস্যু নিয়ে এগিয়ে আসা। পাশাপাশি তিনি বলেন, যে পুলিশরা মানুষের ওপর লাঠি চার্জ করছেন , তাঁদেরও পিতৃ পরিচয় জানতে চাওয়া হবে। আর এই বার্তার মাধ্যমেই তিনি ফের একবার নাগরিকত্ব ইস্যুতে বিরোধিতারা বার্তা দেন।

সবাই মিলে জোট বাঁধুন, সারা দেশে বিজেপিকে একা করে দেওয়া বার্তা দিলেন মমতা