For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার ছাত্রীর বিরুদ্ধে কখনও মানহানির মামলা করব না, বরং জেলে যাব: অশোক গঙ্গোপাধ্যায়

Google Oneindia Bengali News

আমার ছাত্রীর বিরুদ্ধে কখনও মানহানির মামলা করব না, বরং জেলে যাব : অশোক গঙ্গোপাধ্যায়
কলকাতা, ৮ জানুয়ারি : তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন, জানালেন যৌন হেনস্থা কান্ডে অভিযুক্ত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। গতকালই পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্য়ানের পদ থেকে ইস্তফা দেন অশোকবাবু। বুধবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক তিনি। সেখানে তিনি যা যা বলেছেন তা হল

  • আমার বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি।
  • আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে চিঠি লিখেছিলাম তার কোনও উত্তর পাইনি।
  • যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তাতে আমি বিধ্বস্ত। অভিযোগ ভিত্তিহীন।
  • কিছু অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে যে প্রচার চালানো হচ্ছিল তা আমার ও আমার পরিবারের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না।
  • আমার কাছে প্রত্যেকটি অভিযোগের বিরোধিতায় ও আত্মরক্ষার্থে আমার কাছে যথেষ্ট যুক্তি রয়েছে।
  • আমার পদবর্জিত করার জন্য রাষ্ট্রীয় ও কেন্দ্রীয় সরকার উভয় এই একতরফা প্রচেষ্টা চালিয়ে গিয়েছে।
  • সুপ্রিম কোর্টের পরামর্শ যাতে রাষ্ট্রপতি চেয়ে পাঠান তার উপরও জোর দিয়েছিল সরকার।
  • সুপ্রিম কোর্ট আমার সঙ্গে অবিচার করেছে। এ ঘটনায় আমার খারাপ লেগেছে। কুৎসিত স্লোগান, কুশপুতুল জ্বালিয়ে আমার উপর চাপ সৃষ্টি করা হয়েছে।
  • এই সব কারণেই আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি।
  • গ্লাসভর্তি ওয়াইন খাওয়ার জন্য আমি কি কোনও মহিলাকে জোর করতে পারি? ৪৫ বছরের বিবাহিত জীবনে আমি আমার স্ত্রীকেও জোর করতে পারি না। ওয়াইন ভুলে চান চা কফির জন্যও আমি কাউকে জোর করতে পারি না।
  • আমি আমার ছাত্রীর বিরুদ্ধে কখনও মানহানির মামলা করব না। তার থেকে বরং জেলে যাব।
  • উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ধারাবাহিকতা কখনওই পছন্দ করতেন না। আমার ঘটনাটা একমাত্র ঘটনা। বাকিরা আমার মতো ভুক্তভোগী হবেন না আশা করি।
  • আমি ওই ইন্টানকে আমার শুভকামনা জানাই। নিজের পেশায় সে সাফল্য অর্ঝন করুক তাই চাই।
  • পদত্যাগের ইচ্ছা আমার ছিল না। পদত্যাগের অর্থ এই নয় যে আমি আমার দোষ শিকার করছি। কখনওই চাইবো না আমার পদত্যাগ আমার দোষের স্বীকারোক্তি বলে ধরা হোক।
English summary
I will never file a defamation case against my student, I'd rather go to jail : Justice Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X