For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সরকার গড়তে বিজেপি লাগবে না', ভোটের আগেই ঘোষণা মিজো ফ্রন্টের সভাপতির

আত্মবিশ্বাসী জোরামথাঙ্গা জানিয়ে দিয়েছেন বিজেপির সাহায্য তাঁর প্রয়োজন হবে না। একাই সরকার গড়বেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মিজোরামের ভোটে কেউ যদি সবচেয়ে অধীর আগ্রহে ফলাফলের দিকে চেয়ে থাকেন, তাহলে তিনি হলেন মিজো ন্যাশনাল ফ্রন্টের সভাপতি জোরামথাঙ্গা। গত একদশক ধরে বিরোধী দলের প্রধানের ভূমিকায় রয়েছেন তিনি। ২০০৮ সালে কংগ্রেস ক্ষমতা দখল করেছিল। ফের একবার ক্ষমতায় আসার প্রহর গুনছেন জোরামথাঙ্গা।

সরকার গড়তে বিজেপি লাগবে না, ভোটের আগেই ঘোষণা মিজো ফ্রন্টের সভাপতির

রাজ্যে সরকার বিরোধী হাওয়া রয়েছে। মানুষের মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতি সমর্থনও রয়েছে। দুইয়ে মিলে ভোটের বাক্সে কতটা প্রতিফলন হয় সেটাই দেখার। তবে ভোটের আগেই আত্মবিশ্বাসী জোরামথাঙ্গা জানিয়ে দিয়েছেন বিজেপির সাহায্য তাঁর প্রয়োজন হবে না। একাই সরকার গড়বেন তিনি।

২০০৮ সালে বর্তমান কংগ্রেসী মুখ্যমন্ত্রী লাল থানহাওলা সরকারে আসেন। তারপর থেকে ক্ষমতায় রয়েছেন। তিনিও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী।

৮৪ বছর বয়সী জোরামথাঙ্গা মিজো ন্যাশনাল ফ্রন্টের দায়িত্বে রয়েছেন ২৮ বছর। দল শুরু করেছিলেন লালডেঙ্গা। তাঁর মৃত্যুর পর ১৯৯০ সাল থেকে দলের সভাপতি রয়েছেন জোরামথাঙ্গা।

তিনি জানিয়েছেন, এবার তাঁর দল ২৫-৩০টি আসন পাবে। সরকারও তাঁরাই গঠন করবেন। জোরামের অভিযোগ, রাস্তাঘাট থেকে কর্মসংস্থান, সাধারণ মানুষের চাহিদার কিছুই সরকার পূরণ করতে পারেনি। মানুষ বদল চাইছে। তাই বিজেপিকে সঙ্গী করে নয়, একক ক্ষমতায় মিজোরামের দখল নেবে মিজো ন্যাশনাল ফ্রন্ট।

English summary
I will form government without BJP in Mizoram, says Zoramthanga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X