For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মৌনী' প্রধানমন্ত্রী ছিলেন না, নিজের উদাহরণ টেনে মোদীকে তোপ মনমোহনের

মোদীকে আক্রমণ করে মনমোহন বলেছেন, মানুষ বলে আমি নির্বাক প্রধানমন্ত্রী ছিলাম। আমার মনে হয় এই বইটি (তাঁর লেখা বই 'চেঞ্জিং ইন্ডিয়া') তা নিয়ে উত্তর দেবে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁকে বিরোধীরা অনেকেই নানা কটাক্ষে ভরিয়ে দিয়েছিল। কেউ বলতেন 'মৌনী'মোহন, কেউ বলতেন সোনিয়া গান্ধীর হাতের পুতুল। তবে নিজের মতো করে দশ বছর দেশ সামলেছেন মনমোহন সিং। এদিন উত্তরসূরী নরেন্দ্র মোদীকে তেড়ে আক্রমণ শানাতে দেখা গেল তাঁকে। মোদীকে আক্রমণ করে মনমোহন বলেছেন, মানুষ বলে আমি নির্বাক প্রধানমন্ত্রী ছিলাম। আমার মনে হয় এই বইটি (তাঁর লেখা বই 'চেঞ্জিং ইন্ডিয়া') তা নিয়ে উত্তর দেবে। আমি এমন প্রধানমন্ত্রী ছিলাম না যিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পেত। আমি নিয়মিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতাম। বিদেশ সফরের আগে পরে প্রেস বৈঠক করতাম।

'চেঞ্জিং ইন্ডিয়া'-র প্রকাশ

'চেঞ্জিং ইন্ডিয়া'-র প্রকাশ

নিজের বই 'চেঞ্জিং ইন্ডিয়া'-র প্রকাশ অনুষ্ঠানে ছিলেন মনমোহন। অর্থনীতিবিদ হিসাবে তাঁর জীবনের অভিজ্ঞতা তাতে লেখা রয়েছে। এছাড়া কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের দশ বছরের প্রধানমন্ত্রী থাকার অভিজ্ঞতা নিয়েও নানা আঙ্গিক ধরা রয়েছে বইয়ে।

আচমকা প্রধানমন্ত্রী

আচমকা প্রধানমন্ত্রী

মনমোহন বলেছেন, শুধু যা আচমকা প্রধানমন্ত্রী পদে বসেছেন তিনি তাই নয়, আচমকাই অর্থমন্ত্রীর পদেও বসতে হয়েছিল তাঁকে। আইজি প্যাটেল অর্থমন্ত্রী হতে রাজি না হওয়ায় তিনি মন্ত্রী হন। নরসীমা রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসাবে তিনি যে পদ দেখিয়েছিলেন, সেই পথেই পরে পুরো দেশের অর্থনীতি পরিচালিত হয়েছে বলে মনমোহন দাবি করেছেন।

[আরও পড়ুন:আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে জরুরি সমন ইডি-র][আরও পড়ুন:আইএনএক্স মিডিয়া মামলায় চিদাম্বরমকে জরুরি সমন ইডি-র]

আরবিআই প্রসঙ্গে মত

আরবিআই প্রসঙ্গে মত

সম্প্রতি আরবিআইয়ের সঙ্গে কেন্দ্রের বিবাদ বহুচর্চিত হয়েছে। আরবিআই গভর্নর পদ থেকে যার জেরে উর্জিত প্যাটেলকে পদত্যাগ করতে হয়েছে। এই প্রসঙ্গে একসময়ে আরবিআই গভর্নর তথা প্রধানমন্ত্রী থাকা মনমোহন বলেছেন, দুই সংস্থার সম্পর্ক হওয়া উচিত স্বামী-স্ত্রীর মতো। সমস্যা থাকবে, মতবিরোধ থাকবে। তবে যে কোনও সমস্যা আলোচনা করে সমাধান করে নেওয়া উচিত। এমনই মত মনমোহনের।

[আরও পড়ুন: ৯৯ শতাংশ পণ্যই আসছে কম মাত্রার 'জিএসটি স্ল্যাব' এর আওতায়, নিশ্চিন্ত করলেন প্রধানমন্ত্রী মোদী][আরও পড়ুন: ৯৯ শতাংশ পণ্যই আসছে কম মাত্রার 'জিএসটি স্ল্যাব' এর আওতায়, নিশ্চিন্ত করলেন প্রধানমন্ত্রী মোদী]

English summary
I wasn't a PM who was afraid of talking to the press, Manmohan Singh takes a jibe at Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X