For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জন্মের পর আমাকে 'বোঝা' আখ্যা দেওয়া হয়েছিল : স্মৃতি ইরানি

Google Oneindia Bengali News

জন্মের পর আমাকে 'বোঝা' আখ্যা দেওয়া হয়েছিল : স্মৃতি ইরানি
নয়াদিল্লি, ২৮ জুন : মেয়ে বলে জন্মের পরই তাঁকে 'বোঝা' আখ্য়া দেওয়া হয়েছিল। এমনকী তাঁকে হত্যা করার জন্য তাঁর মাকে পরোক্ষ পরামর্শও দিয়েছিলেন অনেকে। ভ্রূণহত্যা প্রসঙ্গে এই প্রথমবার নিজের জীবনের সত্য উদঘাটন করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার তিনি জানিয়েছেন, ভ্রূণহত্যা বন্ধ করার জন্য প্রচার চালানো কেন্দ্রীয় সরকারের প্রাধান্যের মধ্যে রয়েছে।

একটি স্কুলে ছাত্রীছাত্রীদের সঙ্গে আলোচনা পর্বে ভ্রূণহত্যা প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, "এই প্রথমবার এই কথাটা আমি সবার সামনে বলছি। যখন আমি জন্মেছিলাম। কেউএকজন আমার মাকে বলেছিলেন, মেয়েরাতো বোঝা হয়। আর তাই তাঁর উচিত আমাকে মেরে ফেলা। কিন্তু আমার মা অত্যন্ত সাহসী মহিলা ছিলেন। আর তিনি তা করেননি। আর তাঁর জন্যই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি।"

আত্মীয় পরিজনদের পরামর্শে বয়ে না যাওয়ার জন্য মাকে ধন্যবাদ জানিয়ে স্মৃতি বলেন, "আমি মাকে ধন্যবাদ জানাব যে উনি কারও পরামর্শ মেনে আমাকে তখন হত্যা করেননি।"

কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়মন্ত্রী স্মৃতি ইরানি এদিন বলেন, এই ধরণের কন্য়া ভ্রূণহত্যা নিয়ে অনাচার অবিলম্বে দমন করা উচিত। কেন্দ্রীয় সরকারের একাধিক অভিযানের মধ্যে কন্যা ভ্রূণহত্যা নিয়ে অনাচার দমন আমাদের প্রাধান্য তালিকায় রয়েছে। তিনি বলেন, "আপনি যদি কোনও মেয়েকে লেখাপড়া শেখান তাহলে যে শুধু কোনও মহিলাকেই আপনি শিক্ষা প্রদান করছেন তা নয়, সঙ্গে পরিবারকেও শিক্ষিত করছেন যা পরে দেশের উন্নয়নে সহায়তা করবে।"

বিভিন্ন রাজ্যের বোর্ডের পাঠ্য নিয়েও জিজ্ঞাসাবাদ করেন স্মৃতি। শিক্ষাতে অভিন্নতার বিষয়টি জাতীয় শিক্ষা নীতিতে বলা হবে। অন্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্মৃতি বলেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে যাতে পাঠ্যক্রম সহযোগী হয়ে ওঠে সে দিকেও বিশেষ সদর দেবে সরকার। জাতীয় লাইব্রেরি গঠনের নয়া প্রকল্পের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যাতে জ্ঞান সম্প্রসারণের ক্ষেত্রে ছাত্রছাত্রী ও নাগরিকদের সুবিধা হয়। আন্তর্জাতিক লাইব্রেরির সঙ্গে ভারত যৌথভাবে এই কাজে এগোবে বলেও জানান তিনি। শিক্ষকদের গুণগত মান বাড়ানোর জন্যও প্রশিক্ষণের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।

English summary
I was referred to as burden at my birth, reveals Smriti Irani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X