For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আন্দোলনের মাঝে মোদীর আগেই পারদ চড়ালেন অমিত শাহ! এমএসপি নিয়ে দিলেন বড় বার্তা

কৃষক আন্দোলনের মাঝে মোদীর আগেই পারদ চড়ালেন অমিত শাহ! এমএসপি নিয়ে দিলেন বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

দিল্লির মেহরৌলি থেকে এদিন কৃষক আন্দোলন ইস্যুতে পারদ চড়ালেন অমিত শাহ। দেশজুড়ে যখন কৃষকদের বিক্ষোভে তুঙ্গে , যখন এই বিক্ষোভের জেরে গত ৩০ দিন ধরে দিল্লি ও সংঘু সীমান্তে প্রবল বিদ্রোহের আগুন জ্বলেছে, তখন এবার পাল্টা এই ইস্যুতে পারদ চড়াতে শুরু করলেন অমিত শাহরা।

'মোদী কৃষকদের শুভানুধ্যায়ী'

'মোদী কৃষকদের শুভানুধ্যায়ী'

এদিন দিল্লির সভা থেকে স্বরাষ্ট্র মন্ত্রী জানান,' প্রধানমন্ত্রী মোদী, ৯ কোটি পরিবারকে ১৮০০০ কোটি টাকা কিস্তি কিস্তিতে দেওয়ার বন্দোবস্ত আজ থেকে শুরু করছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমে। তিনি কৃষকদের শুভানুধ্যায়ী। '

 এমএসপি নিয়ে বড় বার্তা

এমএসপি নিয়ে বড় বার্তা

এদিন সাফ বার্তায় অমিত শাহ বলেন, ' কৃষকদের পথভ্রষ্ট করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এমএসপি সিস্টেম একই জায়গায় থাকবে।' ফলে ফের একবার কেন্দ্র স্পষ্ট করে দিল যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের বঞ্চনা সহ্য করতে হবে না। এক্ষেত্রে সিংঘু-দিল্লি সীমান্ত থেকে বারবার অমিত শাহের বিরুদ্ধে তোপ উঠতে থাকে কৃষকদের তরফে। যার জবাব দিলেন খোদ শাহ।

এমএসপি কেউ কাড়তে পারবে না

এমএসপি কেউ কাড়তে পারবে না

এদিন অমিত শাহ স্পষ্ট করে জানান, কৃষকদের কাছ থেকে আমএসপি কেউ কাড়তে পারবে না। তিনি বলেন, কৃষকদের থেকে জমিও কেড়ে নেওয়া হবে না। সরকার খোলা মনে বিক্ষুব্ধ চাষিদের সঙ্গে কথা বলতে চায়।

কৃষি আইন নিয়ে সংঘাত

কৃষি আইন নিয়ে সংঘাত

এদিকে,, জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ক-ষকদের সঙ্গে আরও একবার বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে। এর আগে ৫ বার বৈঠক হয়েছে কৃষি আইন নিয়ে। কৃষকদের দাবি,আইন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। আর কেন্দ্র সেই জায়গায় অনড়।

মোদী নেবেন ক্লাস! বাংলার ভোটে বুথস্তরে পাতাকার জোর শক্ত করতে বিজেপির কোন স্ট্র্যাটেজি মোদী নেবেন ক্লাস! বাংলার ভোটে বুথস্তরে পাতাকার জোর শক্ত করতে বিজেপির কোন স্ট্র্যাটেজি

English summary
I want to make it clear that the MSP system will remain says Amit Shah amid Farmer protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X