For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে সমর্থন করছি, বিজেপি-কে নয়, বললেন রাজ ঠাকরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাজ ঠাকরে
মুম্বই, ১৮ এপ্রিল: নরেন্দ্র মোদীকে সমর্থন, কিন্তু বিজেপি-কে নয়। কারণ বিজেপি-কে 'উত্তর ভারতীয়দের দল' বলে মনে করেন তিনি। 'উত্তর ভারতীয়দের' বিরুদ্ধে আন্দোলন চলবে যথারীতি। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানালেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে।

আইবিএন-১৮ চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হল নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখা। সেই জন্য এনডিএ-তে যোগ দিতে হবে, এমন কোনও কথা নেই। নীতিন গড়করি, গোপীনাথ মুন্ডে আমার কাছে এসে তাঁদের সঙ্গে জোট বাঁধার প্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, পরে আবার এ ব্যাপারে কথা আসবেন। আসেননি। আমি নরেন্দ্র মোদীকে সমর্থন করছি, বিজেপি-কে নয়। আমার উচ্চাকাঙক্ষা নেই, শুধু চাই কংগ্রেস হারুক।"

বিজেপি 'উত্তর ভারতীয়দের দল' বলে মনে করছেন তিনি। বলেছেন, "আমি বিভাজনের রাজনীতি করি না। সংবাদমাধ্যমই আমার কথা ভুল ব্যাখ্যা করে জনমনে ভুল বার্তা দিচ্ছে। অসমে যখন বিহারিদের খুন করা হয়, মিডিয়া কেন প্রশ্ন তোলে না? রেলমন্ত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্থানীয় লোকেরা রেলের চাকরিতে অগ্রাধিকার পাবে। তখন কেন প্রশ্ন ওঠেনি?" মহারাষ্ট্রে প্রচুর 'উত্তর ভারতীয়' থাকলেও তাদের গুরুত্ব দিতে নারাজ রাজ ঠাকরে। বলেন, "আমি অন্যদের ওপর নির্ভরশীল নই। আমি শুধু মারাঠি ভোটারদের ওপর নির্ভরশীল।"

হিন্দিভাষীদের ওপর আক্রমণ, টোল প্লাজায় সাম্প্রতিক হামলা ইত্যাদি নিয়ে তিনি বলেন, "মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আলোচনার মাধ্যমে সমাধান চায়। কেউ না বুঝলে স্বাভাবিকভাবেই আইন আমাদের হাতে তুলে হবে।"

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে নিয়ে আপনি কী ভাবছেন? রাজের ব্যাখ্যা, শিবসেনা ভেঙে বেরিয়ে এসে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেছেন বলে উদ্ধব ঠাকরের সঙ্গে আর কথা বলবেন না, এমন নয়। যদি ভবিষ্যতে রাজনীতিক সমীকরণ দু'জনকে কাছাকাছি নিয়ে আসে, তা হলে আলোচনায় বসতে তৈরি বলে জানিয়েছেন রাজ ঠাকরে।

English summary
I support Narendra Modi, not BJP, says Raj Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X