For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি দুঃখিত', চুরি করতে না পেরে আবেগতাড়িত চিঠি ছেড়ে গেল চোর

Google Oneindia Bengali News

নয়ডা, ২৪ ডিসেম্বর : এসেছিল ব্যাঙ্কে চুরি করতে। কিন্তু তা না পেরে একটি সংবেদনশীল চিঠি ছেড়ে গেল চোর। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৬-এ।

রবিবার রাতে এই এলাকার কানাড়া ব্যাঙ্কে চুরি করতে আসে এক অপেশাদার চোর। কিন্তু শেষমেষ চুরিতে অপারগ হয় সে। তারপরই একটি চিঠি লিখে ব্যাঙ্কেই ছেড়ে চলে যায় সে। ওই আবেগতাড়িত চিঠিটিতে অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওই ব্যক্তি।

'আমি দুঃখিত', চুরি করতে না পেরে আবেগতাড়িত চিঠি ছেড়ে গেল চোর

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওই চিঠিতে লেখা রয়েছে, "একটি প্রাইভেট সংস্থা থেকে সম্প্রতি আমি আমার চাকরি হারিয়েছি। আমার পরিবার রয়েছে, সন্তান রয়েছে। এই মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির যুগে পরিবার চালানো খুব কষ্টসাধ্য। এই প্রথমবার চেষ্টা করেছিলাম ব্যাঙ্ক লুঠের, অসমর্থ হয়েছি।"

পুলিশের তরফে জানানো হয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ব্যাঙ্কের দরজা ভেঙে ভিতরে ঢুকেছিল ওই চোর। কিন্তু ব্যাঙ্কের সিন্দুক খুঁজে পেতে অসফল হয় সে। পুলিশ ওই চিঠিটি বাজেয়াপ্ত করেছে। এবং একইসঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

English summary
I’m sorry: Thief writes touching letter to Noida bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X