For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর প্রদেশের পছন্দের তালিকায় হাতির পাশে রয়েছে হাতও! প্রধানমন্ত্রীত্ব নিয়ে নতুন ইঙ্গিত অখিলেশের

তিনি প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই। কিন্তু কোনও একজনকে প্রধানমন্ত্রী করতে চান। এমনটাই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদীপার্টি নেতা অখিলেশ যাদব।

  • |
Google Oneindia Bengali News

তিনি প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেই। কিন্তু কোনও একজনকে প্রধানমন্ত্রী করতে চান। এমনটাই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। একইসঙ্গে তিনি বলেন, উত্তর প্রদেশ সবসময়ই দেশকে প্রধানমন্ত্রী দিয়েছে, আর যাঁরা আশাবাদী তাঁরাও রাজ্যে এসেছেন। এপ্রসঙ্গে নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত গুজরাত থেকে উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়ে সাংসদ হয়েছেন মোদী।

উত্তর প্রদেশের পছন্দের তালিকায় হাতির পাশে রয়েছে হাতও! প্রধানমন্ত্রীত্ব নিয়ে নতুন ইঙ্গিত অখিলেশের

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে তাঁর বাবা মূলায়ম সিং যাদবের বক্তব্য কোনও গুরুত্ব দিতে চাননি। প্রসঙ্গত মূলায়ম সিং যাদব সংসদে বলেছিলেন মোদীই ফের প্রধানমন্ত্রী হবেন। এপ্রসঙ্গে অখিলেশ আরও বলেন, গত সংসদে মূলায়ম সিং যাদব তো মনমোহন সিংকে নিয়েও একই মন্তব্য করেছিলেন। তা মনমোহন সিং কি ক্ষমতায় ফিরে এসেছিলেন। প্রশ্ন করেন অখিলেশ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার তাঁর কোনও ইচ্ছা নেই। তিনে সেই দৌড়েও নেই। কিন্তু কোনও একজনকে তিনি প্রধানমন্ত্রী বানাতে চান। কেননা তারা জানেন কী ভাবে প্রধানমন্ত্রী বানাতে হয়।

তিনি কি বিএসপি সুপ্রিমো মায়াবতীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে অখিলেশ বলেন, যদি উত্তরপ্রদেশের কেউ প্রধানমন্ত্রী পদে বসেন, তাহলে তারাখুশিই হবেন।

অখিলেশ যাদব দাবি করে বলেন উত্তর প্রদেশে মহাজোটের অংশ ছিল কংগ্রেস। দেশের সংবিধানকে বাঁচাতেই এসপি ও বিএসপি একসঙ্গে এসেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই উত্তর প্রদেশে তাদের জোটের কথা জানিয়েছে এসপি ও বিএসপি। অখিলেশের দাবি, এসপি, বিএসপি এবং অন্য আঞ্চলিক দল উত্তরপ্রদেশের মহাজোটে রয়েছে।

যখন এসপি, বিএসপি, কংগ্রেস, আরএলডি এবং নিষাদ পার্টি একসঙ্গে রয়েছে, তাকে কি মহাজোট বলা যায় না, প্রশ্ন করেন অখিলেশ। সেখানে জোট হয়েছে এবং কংগ্রেস তাদের সঙ্গে রয়েছে। তিনি বলেন, উত্তর প্রদেশের পছন্দের তালিকায় যেমন হাতি রয়েছে, তেমনই রয়েছে হাতও। বলেছেন অখিলেশ।

English summary
Samajwadi Party (SP) leader Akhilesh Yadav said that he was not in the race to become prime minister but wanted to make one.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X