For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীকে ভালবাসি, সরকারি অনুমতি নিয়ে 'মোদী ড্রেস' গায়ে তুলেছি, দাবি রাখি সাওয়ন্তের...!!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেশ কিছুদিন খবরে আসতে পারেননি তিনি। আর তার জেরেই হাঁসফাঁস অবস্থা। অবশেষে নিজের পোশাক দিয়ে বিতর্ককে আহ্বাণ জানাতে সফল বলিউডের ড্রামাকুইন রাখি সাওয়ন্ত। পরনের খোলামেলা পোশাকে চারিদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। [(ছবি) রংয়েই ঢাকা নগ্ন শরীর....!]

তবে মূল বিতর্ক, পোশাকে নরেন্দ্র মোদীর ছবির হাতের রাখির বক্ষের উপর রাখা এবং নরেন্দ্র মোদীর একটি ছবি রাখির পোশাকে নিতম্বের কাছে থাকাতেই। অধিকাংশেরই ধারণা সস্তা প্রচারের জন্য পরিকল্পিতভাবেই ছবিটি এভাবে পোশাকে বসানো হয়েছে যাতে প্রধানমন্ত্রীর হাত রাখির বক্ষের উপর বসে। [(ভাইরাল ভিডিও) অনেক 'খরচা' করেছি, তাই 'বক্ষ বিভাজিকা' দেখাব : রাখি সাওয়ন্ত]

প্রধানমন্ত্রীকে ভালবাসি, সরকারি অনুমতি নিয়ে 'মোদী ড্রেস' গায়ে তুলেছি, দাবি রাখি সাওয়ন্তের...!!

তবে এখন অবশ্য এই রহস্যের উদঘাটনে মুখ খুলেছেন খোদ রাখিই। একটি ভিডিওতে রাখি বলেন, কেন এবং কীভাবে তার পোশাক সবার নজর আকর্ষণ করেছে।

রাখির কথায়, দেশের প্রধানমন্ত্রীর উপর সমস্ত ভারতীয়র সমান অধিকার আছে। আমেরিকায় বহু মহিলা জাতীয় পতাকাকে টু-পিস হিসাবে গায়ে পরে । আমি তেমন কিছুই করিমি। আমি মোদী ভক্ত। আমি বিজেপিকে ভালবাসি। অমিত শাহর বেশ কয়েকজন সাগরেদকে আমি এই পোশাক পাঠিয়েছিলাম অনুমতি পাওয়ার জন্য। অনুমতি পাওয়ার পরেই আমি এই পোশাক পরেছি। [(ছবি) এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?]

পাশাপাশি রাখি এও বলেন, আমার হৃদয় থেকে এই পোশাক বানিয়েছি আমি।
আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর প্রতি ভালবাসা থেকেই এটা করেছি। আমি আমাদের প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছি মার্কিন মুলুকে। আমার পোশাক নিয়ে বিতর্ক তৈরি করে সময় নষ্ট না করে পরিবারের দেখভাল করুন।

কিন্তু সোস্যাল মিডিয়া রাখীর সাফাইয়ে গলছে না। ইতিমধ্যেই এই মোদী পোশাক নিয়ে টুইটারে কটাক্ষের মুখে পড়েছেন রাখি।

English summary
'I got official approval': Rakhi Sawant explains why she wore that Modi dress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X