For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্তরাত্মা কেঁপে উঠেছিল, এখন শান্তি পেলাম: নরেন্দ্র মোদী

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদী
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর: গুলবর্গ মামলায় নির্দোষ চিহ্নিত হওয়ায় তিনি মুক্ত বোধ করছেন এবং শান্তি পেয়েছেন। এতদিন কলঙ্ক তাঁকে কাঁটার মতো বিঁধেছে। ২০০২ সালের সেই ভয়াবহ নরমেধ যজ্ঞ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল তাঁকে গুলবর্গ মামলায় ক্লিন চিট দেয় আদালত। এ প্রসঙ্গে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী ব্লগে লিখেছেন, "ব্যক্তিগত পর্যায়ে এতদিন ধরে যে ভয়ঙ্কর দুভার্গ্য বয়ে বেড়াতে হয়েছে, তা এই প্রথম আমি ভাগ করে নিচ্ছি....। আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। শোক, দুঃখ, দুর্দশা, বেদনা, ক্ষোভ, আর্তনাদ-- নিছক এই শব্দগুলো সেই অসীম শূন্যতা পূরণ করতে পারবে না, যা অমন অমানবিক দৃশ্য দেখার পর ঘনিয়ে আসে। একদিকে তখন গুজরাতে ভূমিকম্পে বিধ্বস্তদের যন্ত্রণা এবং অন্যদিকে দাঙ্গাপীড়িতদের বেদনা। এমন বড় বিপর্যয় সামলাতে আমাকে একাগ্রভাবে নিজের শক্তির ওপর ভরসা রাখতে হয়েছিল, যা আমাকে ঈশ্বর দিয়েছেন। শান্তি, ন্যায়বিচার, পুনর্বাসনের ব্যবস্থা করাই ছিল তখন আমার কাজ। আমি ব্যক্তিগতভাবে চুরমার হয়ে গেলেও বেদনা ভুলে কাজ করেছিলাম। আমি বিশ্বাস করি, ধর্মীয় সমন্বয়ের ওপর ভিত্তি করে কোনও সমাজ, রাষ্ট্র বা দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে। একমাত্র এর ওপর দাঁড়িয়েই উন্নতি ও সমৃদ্ধির ভিত নির্মাণ করা যায়।"

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে এই মামলা ছিল নরেন্দ্র মোদীর কাছে অগ্নিপরীক্ষা। কারণ আদালতের রায় তাঁর বিরুদ্ধে গেলে ভোটে তিনি তো বটেই, বিপাকে পড়ত বিজেপি। নতুন করে অক্সিজেন পেত মুমূর্ষু কংগ্রেস।

English summary
I feel liberated and at peace, Narendra Modi reacts after court verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X