For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসবাব নই যে যেখানে খুশি বসিয়ে দেবে, ফের তোপ যশবন্তের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

যশবন্ত
নয়াদিল্লি, ২৩ মার্চ: তিনি 'আসবাব' নন। যেখানে খুশি বসিয়ে দিলেই হল না। বিজেপি নেতৃত্বকে নিশানা করে ফের এই ভাষায় তোপ দাগলেন বিদ্রোহী নেতা যশবন্ত সিং। রবিবার এখানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে লোকসভার সাংসদ যশবন্ত সিং। এবারের লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে দল সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দাঁড় করানোয় তিনি চেয়েছিলেন রাজস্থানের বাড়মের থেকে লড়তে। কিন্তু বিজেপি তাতে রাজি হয়নি। আর এর জেরেই এই বর্ষীয়ান রাজনীতিবিদের সঙ্গে দলের সংঘাত বাধে। বাড়মের থেকে বিজেপি টিকিটে ভোটে লড়ছেন কংগ্রেস থেকে আসা কর্নেল এস রাম চৌধুরী। বিষয়টি না-পসন্দ যশবন্ত সিংয়ের।

এদিন তিনি বলেছেন, "আমি আসবাব নই। খেয়াল হল, আর দল যেখানে খুশি নিয়ে বসিয়ে দিল, এটা চলবে না। আমারও মানসম্মান আছে। এখন আসল বিজেপি আর নকল বিজেপি-তে পার্থক্য বুঝতে হবে। একদল আসল, একদল নকল। দুর্ভাগ্যের কথা, নকলরাই এখন দলের রাশ হাতে তুলে নিয়েছে। এদেরই রমরমা। এ জন্য দলকে মাশুল গুনতে হবে।" তিনি জানান, নির্দল প্রার্থী হিসাবে বাড়মের থেকে ভোটে লড়বেন।

প্রসঙ্গত, গতকাল জয়সলমিরে যশবন্ত সিংয়ের সমর্থকরা হামলা চালায় বিজেপি পার্টি অফিসে। এ নিয়ে প্রশ্ন করা হলে কিছু বলতে চাননি তিনি। এদিকে, রবিবার মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ডাকা বৈঠকে গরহাজির রইলেন যশবন্ত সিংয়ের ছেলে তথা বিজেপি বিধায়ক মানবেন্দ্র সিং। বোঝা যাচ্ছে, বাবার পাশাপাশি ছেলেও দলের থেকে দূরত্ব বাড়াচ্ছেন।

বিজেপি নেতৃত্ব যতই যশবন্ত ইস্যুতে স্বাভাবিক থাকার চেষ্টা করুক, বিষয়টি কিন্তু অত সহজ হচ্ছে না। কারণ সুষমা স্বরাজ যশবন্ত সিংয়ের পক্ষে তেড়েফুঁড়ে নেমেছেন। গতকালের পর এদিনও রাজনাথ সিং, অরুণ জেটলি, নরেন্দ্র মোদীদের কাছে তিনি বলেন, যশবন্ত সিং দলের অন্যতম স্তম্ভ। তিনি যখন বাড়মের থেকে লড়বেন বলে দাবি জানিয়েছিলেন, তখন সেটা মেনে নেওয়া উচিত ছিল। তাতে গণ্ডগোল বাধত না। শুধু শুধু গোঁ ধরে সমস্যা তৈরি করল দলই। অতীতে দলে যশবন্ত সিংয়ের অবদান কতখানি, সেটাও মনে করিয়ে দিয়েছেন সুষমা।

English summary
I am not furniture, angry Jaswant Singh again attacks BJP leadership
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X