For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাড়ি পরেই পাল্লা দিয়ে ম্যারাথনে ছুটলেন এই মহিলা

শাড়ি পরেই ম্যারাথনে ছুটলেন হায়দরাবাদের মহিলা, আগামী দিনে এভাবেই গিনেস বুকে নাম তুলতে চান তিনি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

শাড়ি ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় মহিলাদের প্রথাগত পোষাকই হল শাড়ি। এখন বহু মহিলাই কর্মক্ষেত্রে সুবিধের জন্য সালওয়ার কামিজ বা পশ্চিমী পোষাক পড়েন ঠিকই, কিন্তু বিশেষ কোনও দিনেও এখনও তাঁরা শাড়িতেই বেশি স্বাচ্ছ্বন্দ্য বোধ করেন। দৈনিন্দন কাজকর্ম পর্যন্ত ঠিক আছে কিন্তু তা বলে শাড়ি পড়ে ম্যারাথন দৌড়। বেশিরভাগ মহিলাই হয়ত শাড়ি পড়ে দৌড়নোর কল্পনাও করতে পারবেন না। কেউ কেউ ভাবলেও হয়ত সাহসে কুলোবে না।

শাড়ি পরেই পাল্লা দিয়ে ম্যারাথনে ছুটলেন এই মহিলা

কিন্তু করে দেখালেন একজন। তিনি হায়দরাবাদের জয়ন্তী সম্পত কুমার। শাড়ি পড়েই না শুধু ৪২ কিমি দৌড়লেন, কয়েক হাজার প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে ছুঁয়ে ফেললেন ফিনিশিং লাইনও। তাঁর এই কীর্তিকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

জয়ন্তী সম্পত চান, আজকের প্রজন্মও ভারতীয় এই সংস্কৃতির ধারক- বাহক হোক। আজকের মহিলাদের মধ্যে শাড়ির প্রতি আগ্রহ বাড়াতেই তাঁর এই সিদ্ধান্ত। আগামী দিনেও শাড়ি পড়ে দৌড়ে গিনেস বুকে নামও তুলতে চান তিনি। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছেন তিনি। হায়দরাবাদের রাস্তায় গেলে হয়ত আপনিও দেখতে পাবেন শাড়ি পরিহিতা এক মহিলাকে দৌড়তে।

English summary
Hyderabad woman takes part in marathon wearing saree,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X