For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তার শিশুকে কোলে তুলে নিলেন মহিলা পুলিশকর্মী! তাঁর কীর্তিতে ধন্য ধন্য হায়দরাবাদে

মাত্র দুই মাসের শিশুকে রাস্তায় ফেলে চলে গিয়েছেন মা। ক্রন্দনরত শিশুকে মাতৃস্নেহে কোলে তুলে মাতৃদুগ্ধ পান করালেন এক মহিলা পুলিশকর্মী।

  • |
Google Oneindia Bengali News

মাত্র দুই মাসের শিশুকে রাস্তায় ফেলে চলে গিয়েছেন মা। ক্রন্দনরত শিশুকে মাতৃস্নেহে কোলে তুলে মাতৃদুগ্ধ পান করালেন এক মহিলা পুলিশকর্মী। কর্তৃব্যরত থাকা অবস্থাতেই এই কাজ করেছেন তিনি। তাঁর কীর্তিতে ধন্য ধন্য পড়ে গিয়েছে হায়দরাবাদে।

রাস্তার শিশুকে কোলে তুলে নিলেন মহিলা পুলিশকর্মী! তাঁর কীর্তিতে ধন্য ধন্য হায়দরাবাদে

মহিলা পুলিশকর্মীর নাম কে প্রিয়াঙ্কা। বেগমপেট মহিলা পুলিশ স্টেশনে কর্তৃব্যরত ছিলেন তিনি। স্বামী এম রবিন্দরের কাছে খবর পেয়ে আফজলগঞ্জ পুলিশ স্টেশনে ছুটে যান তিনি।

শিশুটির শারীরিক অবস্থা খুব ভালো ছিল না। হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানান, গত শনিবার রাতে মহম্মদ ইরফান নামে এক জনৈকের হাতে শিশুটিকে তুলে দেন এক মহিলা। ঘটনাটি ঘটে ওসমানিয়া হাসপাতালের সামনে। মহিলা পরে আর ফিরে আসেননি।

ইরফান শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন। প্যাকেটের দুধ খাওয়ানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে আফজলগঞ্জ পুলিশ স্টেশনে দিয়ে আসেন।

পরে পুলিশ শিশুটির মায়ের খোঁজ পেয়েছে। তিনি একজন কাগজকুড়োনি। নাম শাবানা বেগম। পুলিশ জানতে পেরেছে, অসংলগ্ন অবস্থায় ছিলেন শাবানা। শিশুটিকে ইরফানের কোলে দিয়ে ফিরে এসে আর সেই জায়গাটিকে খুঁজে পাননি।

English summary
Hyderabad woman cop breastfeeds two-month-old abandoned baby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X