For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে জিতলেই বদলে যাবে নিজামের শহর হায়দরাবাদের নাম, ঘোষণা বিজেপি নেতার

বিজেপি বিধায়ক রাজা সিং জানিয়ে দিলেন, ভোটে জিতে সরকার এলেই নিজামের শহর হায়দরাবাদের নাম বদলে হয়ে যাবে ভাগ্যনগর।

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে শহর বা জেলার নাম বদলের হিড়িক শুরু হয়েছে। উত্তরপ্রদেশের দুটি শহর-জেলার নাম বদল হয়েছে। গুজরাতে একটি শহরের নাম বদলের ভাবনাচিন্তা চলছে। এর মধ্যেই তেলাঙ্গানায়ও ভোটের বাজার নাম বদলের হিড়িক তুলে দেওয়া হল। বিজেপি বিধায়ক রাজা সিং জানিয়ে দিলেন, ভোটে জিতে সরকার এলেই নিজামের শহর হায়দরাবাদের নাম বদলে হয়ে যাবে ভাগ্যনগর।

ভোটে জিতলেই বদলে যাবে নিজামের শহর হায়দরাবাদের নাম

আর কয়েকদিনের মধ্যেই তেলাঙ্গানায় বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। গোশমহল বিধানসভা কেন্দ্রের এই বিধায়কের নতুন দাবি নিঃসন্দেহে নির্বাচনী গিমিক সন্দেহ নেই। তবে দেশের রাজনীতির প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখানেই না থেকে তিনি বলেছেন, শুধু হায়দরাবাদই নয়, বিজেপি ক্ষমতায় এলে সেকেন্দ্রাবাদ ও করিমনগরের নামও বদলে দেবে।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগে হায়দরাবাদের নাম ভাগ্যনগর ছিল। ১৫৯০ সালে কুলি কুতুব শাহ এসে নাম বদলে দেন। সেই সময়ে হিন্দুদের ওপরে আক্রমণ নেমে এসেছিল। তাই সেই পুরনো নাম আবার ফিরিয়ে দিতে চাই আমরা।

বিধায়ক রাজা বলেছেন, তেলাঙ্গানায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি জিতবে। তারপরে আমাদের প্রথম কাজ হবে রাজ্যের উন্নয়ন ও দ্বিতীয় কাজ হবে হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদ ও করিমনগরের মতো জায়গাগুলির নাম পরিবর্তন করা।

ঘটনা হল, উত্তরপ্রদেশে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ ও পরে ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দেওয়া হয়েছে। এদিকে গুজরাত সরকার চাইছে আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী হোক। এই অবস্থায় একের পর এক রাজ্যে এভাবে নাম বদলের হিড়িক কতটা রাজনীতিতে প্রভাব ফেলে সেটাই দেখার।

English summary
Hyderabad will be renamed Bhagyanagar if we win Telangana polls, says BJP MLA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X