For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দ্রাবাদ : ডাস্টার দিয়ে শিক্ষকের মারের চোটে জটিল অস্ত্রোপচার ছাত্রের মস্তিষ্কে!

শিক্ষকের দাবি মতো জরিমানা ভরতে পারেনি দশম শ্রেণীর ছাত্র। তাই ডাস্টার দিয়ে শিক্ষক তাকে এমন মার মারেন যে ছাত্রটি অজ্ঞান হয়ে যান। শুধু তাই নয়, ছাত্রের মস্তিষ্কে করাতে হল জটিল অস্ত্রোপচারও।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ২৭ অক্টোবর : শিক্ষকের দাবি মতো জরিমানা ভরতে পারেনি দশম শ্রেণীর ছাত্র। তাই ডাস্টার দিয়ে শিক্ষক তাকে এমন মার মারেন যে ছাত্রটি অজ্ঞান হয়ে যান। শুধু তাই নয়, ছাত্রের মস্তিষ্কে করাতে হল জটিল অস্ত্রোপচারও। [শিক্ষিকার পরনে সালোয়ার কামিজ, ধুন্ধুমার হাওড়ার স্কুলে, বন্ধ পঠনপাঠন]

ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। রাজধানী স্কুলের দশম শ্রেণীর ছাত্র সুরেশ কুমার। তিনদিন স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষক সুরেশকে ১০০ টাকা জরিমানার শাস্তি দেয়। [ক্লাসে বেঞ্চ ফেলার শাস্তি গলা টিপে! শিক্ষকের মারে হাসপাতালে চতুর্থ শ্রেণির ছাত্রী]

হায়দ্রাবাদ : ডাস্টার দিয়ে শিক্ষকের মারের চোটে জটিল অস্ত্রোপচার ছাত্রের মস্তিষ্কে!

সুরেশ জরিমানা দিতে না পারায় মেজাজ হারান অভিযুক্ত শিক্ষক। এরপর ডাস্টার হাতে তুলে সুরেশের মাথায় আঘাত করেন। এরপরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় সুরেশ। [স্কুলের মধ্যেই নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ শিক্ষকের!]

স্কুলের তরফ থেকে খবর দেওয়া হলে সুরেশের পরিবারের লোকজন ছুটে আসে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, সুরেশের মস্তিষ্কে রক্তজমাট বেঁধে গিয়েছে। তৎক্ষণাৎ অস্ত্রোপচার না করলে গুরুতর সমস্যা হতে পারে। এরপরই সুরেশের অস্ত্রোপচার হয়। [দশম শ্রেণীর ছাত্রদের দিয়ে পা টিপিয়ে সাসপেন্ড শিক্ষক!]

অভিযুক্তি শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা হয়েছে। যদিও মানবাধিকার কর্মী ও সমাজকর্মীর একাংশ মনে করছেন ওই শিক্ষকের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা উচিত। স্কুলের স্বীকৃতিও ছিনিয়ে নেওয়া উচিত।

English summary
Hyderabad Student Hit With Duster By Teacher Goes Through Brain Surgery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X