For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে প্রগতিশীল শহর হায়দরাবাদ! কলকাতা রয়েছে কত নম্বর স্থানে

বিশ্বের প্রগতিশীল শহরের তালিকায় 'ভারত সেরা' হায়দরাবাদ! কলকাতা কোন স্থানে

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের প্রগতিশীল দেশের তালিকায় এবার বেঙ্গালুরুকে পিছনে ফেলে এগিয়ে গেল দক্ষিণের রাজ্য হায়দরাবাদ। বিশ্বের প্রগতিশীল শহর হিসাবে ভারতে সেরার শিরোপা জিতে নিল নিজামের শহর হায়দরাবাদ। জেএনএল সিটি মোমেন্টাম ইন্ডেক্সের নিরিখে আর কোন শহর কত নম্বর জায়গায় বিশ্ব আঙিনায় রয়েছে দেখে নেওয়া যাক।

কেন সেরার সেরা হায়দরাবাদ?

কেন সেরার সেরা হায়দরাবাদ?

এই তালিকায় সেরার সেরা তকমা প্রাপ্ত হায়দরাবাদে ইতিবাচক একটি প্রবাহ রয়েছে। আর তার জেরেই এই শহর ভারতে সবচেয়ে আগে এগিয়ে গিয়েছে। মূলত , শহর জুড়ে অর্থনীতির ক্ষেত্রেও উন্নতি দেখা গিয়েছে। রিয়েল এস্টেটের ব্যবসার ক্ষেত্রেও রয়েছে এই শহর অনেকটাই ছাপিয়ে গিয়েছে দেশের অন্যান্য শহরকে। আর তার জেরেই সবচেয়ে এগিয়ে রয়েছে হায়দরাবাদ।

 দ্বিতীয় স্থানে কে?

দ্বিতীয় স্থানে কে?

ভারতের অন্যতম প্রযুক্তি নগরী বেঙ্গালুরু রয়েছে দ্বিতীয়স্থানে। বিশ্বের প্রগতিশীল শহরের তালিকায় এর আগে ২০১৯ সালে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিল বাগিচা শহর। আর এবার সেই শহর একধাপ সরে এসে দ্বিতীয় স্থানে। একধাপ পিছনে আসলেও, এই শহর আর্থ সামাজিক দিক থেকে ভারতে ঈর্ষণীয় জায়গায় নিজেকে রেখেছে।

কলকাতা কত নম্বর জায়গায় রয়েছে?

কলকাতা কত নম্বর জায়গায় রয়েছে?

দেশের আরও ৫ টি শহর এই সেরার সেরা শহরের তালিকায় জায়গা করে নিয়েছে। তারমধ্যে বিশ্বের নিরিখে পঞ্চমস্থানে রয়েছে চেন্নাই, দিল্লি রয়েছে ষষ্ঠ স্থানে, পুনে রয়েছে ১২ নম্বর স্থানে। তবে বিশ্বের প্রগতিশীল শহরের তালিকায় প্রথম ২০ তে জায়গা পেয়েছে কলকাতাও। কল্লোলিনী তিলোত্তমা রয়েছে ১৬ তম স্থানে।

১৩০ টির মধ্যে সেরা হায়দরাবাদ

১৩০ টির মধ্যে সেরা হায়দরাবাদ

হায়দরাবাদের প্রযুক্তির সংস্কৃতি , ইন্টারনেটের ব্যবহার বিশ্বের বাকি শহরের তুলনায় রয়েছে চোখে পড়ার মতো। আর তার জেরেই এই শহর সেরার সেরা তকমায় ভূষিত বলে জানিয়েছেন জেএলএল কর্তৃপক্ষ। পাশাপাশি 'বেস্ট পার ফরমিং সিটি' হিসাবেও হায়দরাবাদের নাম উঠে এসেছে এই তালিকায়।

চিনের গতিবিধির উপর নজর রাখতে নতুন পদক্ষেপ ভারতীয় বায়ুসেনারচিনের গতিবিধির উপর নজর রাখতে নতুন পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার

English summary
Hyderabad ranks as World’s Most Dynamic City Globally, Bengaluru 2nd On the List.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X