For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামারি রোগ নিয়ে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তৈরি হল করোনা গাড়ি

মহামারি রোগ নিয়ে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তৈরি হল করোনা গাড়ি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধ গড়ে তুলতে এক হায়দরবাদের স্থানীয় এক গাড়ির প্রর্দশনশালার কর্ণধার একটি গাড়ি তৈরি করলেন, যা দেখতে হুবহু নোভেল করোনা ভাইরাসের মতো। গোটা বিশ্বে এই করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের বিভিন্ন দেশেই জারি করা হয়েছে লকডাউনের।

মহামারি রোগ নিয়ে সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলতে তৈরি হল করোনা গাড়ি


জানা গিয়েছে এই এক–আসন বিশিষ্ঠ গাড়িটির ১০০সিসি ইঞ্জিন রয়েছে ও ৪০ কিমি পর্যন্ত যেতে পারে। সুধা কার মিউজিয়ামের কর্ণধার সুধাকর বলেন, '‌এটায় ১০০সিসি ইঞ্জিন রয়েছে। চার চাকার এক–আসন বিশিষ্ট গাড়ি। স্বাচ্ছন্দ্যে এই গাড়ি ৪০ কিমি পর্যন্ত যেতে পারে। ১০ দিন লেগেছে এই গাড়ির মডেল তৈরি করতে। আমি আসা রাখব আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারব ও সকলে যাতে বাড়ির ভেতর থাকেন তা মানুষ যাতে বুঝতে পারেন।’‌

সুধাকর আরও বলেন, 'আগামী কাল আমরা করোনা ভাইরাস আকৃতির গাড়িটি উন্মোচন করব। হায়দরাবাদ শহরের রাস্তায় গাড়িটি চলবে এবং মানুষকে এই মারণ রোগ সম্পর্কে অবগত করবে। আশা রাখব মানু্ষ বিষয়টি বুঝবেন।’‌‌ সুধাকর এও বলেন, '‌আমি বিভিন্ন সামাজিক কর্মসূচীকে মাথায় রেখে গাড়ি তৈরির জন্য পরিচিত। এর আগে আমি এইডসের সেচতনতা তৈরি করতে কন্ডোম গাড়ি তৈরি করেছিলাম, হেলমেট গাড়ি মাথার নিরাপত্তার জন্য, সিগারেট বাইক যাতে মানুষ এই অভ্যাস ত্যাগ করেন। এখন তৈরি করেছি করোনা আকৃতির গাড়ি।’‌

বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতেও ছড়িয়েছে এই মারণ রোগ করোনা ভাইরাস। তেলেঙ্গনাতে ৪৫২ জন আক্রান্ত হয়েছে এই মহামারি রোগে। ৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ভারতে এই করোনা ভাইরাস সচেতনতা মানুষের মধ্যে তৈরি করতে বহু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।

English summary
hyderabad man make coronavirus car to spread awarness
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X