For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ ঘণ্টার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, ২জনের মৃত্যু, জলে ডুবল শহর

মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল হায়দরাবাদের একাংশ, মৃত্যু হল কমপক্ষে ৩জনের, সোমবার সন্ধেয় ঘন্টা দুয়েকের বৃষ্টিতে প্লাবিত হল একাধিক জায়গা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল হায়দরাবাদের একাংশ। মৃত্যু হল কমপক্ষে ৩জনের। সোমবার সন্ধেয় ঘন্টা দুয়েকের বৃষ্টিতে প্লাবিত হল একাধিক জায়গা। গ্রেটার হায়দরাবাদ এলাকায় ১৩.২৫ সেন্টিমিটার বৃষ্টির জেরে বহু বাড়িঘর, অফিসের ভেতরে জল থৈথৈ অবস্থা। ডুবে গেল বহু গাড়িও।

২ ঘণ্টার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, ২জনের মৃত্যু, জলে ডুবল শহর

মেঘ ভাঙা বৃষ্টির জেরে শহরের অধিকাংশ জায়গাতেই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এই পরিস্থিতিকে আপৎকালীন বলে ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরনোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মেঘ ভাঙা বৃষ্টির ফলে সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের অফিসে প্রায় আড়াই ফুট ওপর দিয়ে জলে বয়ে যেতে থাকে। মিরালাম ট্যাঙ্কের কাছে নেহরু জুলজিকাল পার্কেও জল ঢুকে যায়।

এদিকে দক্ষিণ হায়দরাবাদের বাহাদুরপুরা, রাজেন্দ্রনগর, অম্বরপেট, গোলকোন্ডা এলাকাতেও অতি ভারী বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে অধিকাংশ এলাকা। বেশিরভাগ রাস্তাতেই জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরইমধ্যে চারমিনার এলাকার মুর্গিচকে একটি বিদ্যুতের তার ছিঁড়ে একজনের মৃত্যু হয়েছে। অপরদিকে বাঞ্জারা হিলস এলাকায় একটি দেওয়াল ধসে এক শিশু সহ দুজনের চাপা পড়ার খবর পাওয়া গিয়েছে। গোটা রাত ধরেই উদ্ধারকাজ চালিয়েছে এনডিআরএফ।

২ ঘণ্টার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, ২জনের মৃত্যু, জলে ডুবল শহর

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার বিকেল ৪.৪৫ নাগাদ মাত্র আধ ঘন্টার মধ্যে একটি গভীর কিউবু লোনিনবাস মেঘের সঞ্চার হয় হায়দরাবাদের ওপর। কিছুক্ষণের মধ্যেই তা একটি ছাতার আকার ধারণ করে গোটা হায়দরাবাদ শহরের ওপর ছড়িয়ে পড়ে।

২ ঘণ্টার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, ২জনের মৃত্যু, জলে ডুবল শহর

আবহাওয়া দফতর ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছিল তখনই। কিন্তু এই গভীর মেঘ যে আচমকাই ফেটে গিয়ে হায়দরাবাদকে ভাসিয়ে দেবে তা বোঝা যায়নি বলে মত আবহাওয়া দফতরের

English summary
A two hour heavy rain triggered by cloud burst drowns hyderabad, so far 3 people are killed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X