For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি, মুম্বইকে ছাপিয়ে দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ

পরপর তিনবার দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ। মার্কিন সংস্থা 'মার্সার্স কোয়ালিটি অব লিভিং র‌্যাঙ্কিং ২০১৭' এর সমীক্ষা রিপোর্ট তেমনটাই বলছে।

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১৫ মার্চ : পরপর তিনবার দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ। মার্কিন সংস্থা 'মার্সার্স কোয়ালিটি অব লিভিং র‌্যাঙ্কিং ২০১৭' এর সমীক্ষা রিপোর্ট তেমনটাই বলছে। সারা বিশ্বে সবচেয়ে সুন্দর শহর হিসাবে এই সংস্থার বিচারে অস্ট্রিয়ার ভিয়েনা প্রথম হয়েছে। এবং সবচেয়ে নিচে রয়েছে ইরাকের বাগদাদ।[পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর ভিয়েনা, সবচেয়ে খারাপ বাগদাদ, জানাল সমীক্ষা]

মার্সার্সের প্রধান দফতর নিউ ইয়র্কে। এটি একটি মানবসম্পদ কনসাল্টিং ফার্ম। তাদের বিচারে পরপর তিনবার ভারতের সের শহর হল হায়দ্রাবাদ। তবে বিশ্বজনীন ক্রমতালিকায় অনেকটাই নিচে রয়েছে ভারতের সেরা শহর।[নাগরিক পরিষেবা দেওয়ার তালিকায় সারা দেশে কলকাতার স্থান কত? জেনে নিন]

দিল্লি, মুম্বইকে ছাপিয়ে দেশের সেরা বাসযোগ্য শহরের তকমা পেল হায়দ্রাবাদ

সমীক্ষা বলছে, হায়দ্রাবাদ ও পুনে ভারতের মধ্যে সবচেয়ে উপরের দিকে রয়েছে। মুম্বই ও দিল্লিও এমনকী এই দুটি শহরের চেয়ে পিছিয়ে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, হায়দ্রাবাদে অপরাধের সংখ্যা কম, বায়ুদূষণের মাত্রা কম, আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।[মুম্বই, দিল্লির পরে ভারতে সবচেয়ে বেশি মিলিয়নেয়ার রয়েছে কলকাতাতেই!]

সারা বিশ্বে মোট ২৩০টি শহরের উপরে সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গিয়েছে, দেশের অন্য বড় শহরের তুলনায় হায়দ্রাবাদে অনেক কম খরচে উন্নতমানের পরিষেবা পেতে পারেন আপনি। উন্নত স্কুলগুলিতে দিল্লি-মুম্বইয়ের চেয়ে এক-তৃতীয়াংশ কম খরচে পড়াশোনার ব্যবস্থা রয়েছে এখানে। ফলে সবমিলিয়ে সারা দেশে হায়দ্রাবাদ সবকটি বিভাগ মিলিয়ে অন্য শহরের চেয়ে এগিয়ে রয়েছে।

এর আগে জানা গিয়েছিল, অস্ট্রিয়ার গ্র্যান্ড ক্যাপিটাল ভিয়েনা ফের একবার পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের তকমা পেয়েছে। এই নিয়ে আটবার সেরা শিরোপা পেল এই শহর। এদিকে ঠিক তার বিপরীত অবস্থা বাগদাদের। ইরাকের রাজধানী বাগদাদ বিশ্বের সবচেয়ে খারাপ শহরের তকমা পেয়েছে মার্সারের তালিকা অনুযায়ী। এখানকার জীবনযাত্রা অতিবাহিত করার মান পৃথিবীর সব শহরের মধ্যে সর্বনিম্ন।

English summary
For the third consecutive time, Hyderabad emerged as the Indian city with the best quality of living, according to Mercer's Quality of Living rankings 2017.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X