For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে একে অপরের বিরুদ্ধে ভোট প্রার্থী 'হ্যাপিলি ম্যারেড' স্বামী-স্ত্রী, কারণ জানলে অবাক হবেন

রাজস্থানের আপাত শান্ত বিকানের পূর্ব আসনটিকে সারা রাজ্যে জনপ্রিয় করে তুলেছেন এক দম্পতি। দুজনেই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন নির্বাচনে লড়াই করতে।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের আপাত শান্ত বিকানের পূর্ব আসনটিকে সারা রাজ্যে জনপ্রিয় করে তুলেছেন এক দম্পতি। দুজনেই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন নির্বাচনে লড়াই করতে। দুজনে ডিভোর্সী নন। ঝগড়া করেও আলাদা আলাদা লড়তে আসেননি। এসেছেন প্রেমের টানে।

রাজস্থানে একে অপরের বিরুদ্ধে ভোট প্রার্থী হ্যাপিলি ম্যারেড স্বামী-স্ত্রী, কারণ জানলে অবাক হবেন

অন্তত তেমনই বলছেন স্বরূপ চাঁদ গেহলট (৫৫)। তাঁর স্ত্রী মঞ্জুলতা গেহলট (৫২)-ও একই আসনে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুজনেই নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন।

স্বরূপ বলছেন, ১৯৮৮ সাল থেকে আমি নির্বাচনে লড়ি। প্রচারে বেরলেই স্ত্রী বাড়িতে একা হয়ে পড়ত। ওঁর একাকীত্ব আমার ভালো লাগত না। তাই ঠিক করি এবার স্ত্রীকেও বলব ভোটে লড়তে। যাতে দুজনেই প্রচারে যেতে পারি।

স্বামীর দাবি, তাঁরা ৩৫ বছর ধরে সুখে সংসার করছেন। তিন মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। তাই এবছর স্ত্রীকে বলেছি আমার মতোই ভোটে দাঁড়াতে। তাহলে প্রচারে গেলে আর একা বাড়িতে থাকতে হবে না।

মঞ্জুলতা বলছেন, আমরা একে অপরকে সাহায্য করছি। কে জিতল তা বড় কথা নয়। তবে আমি নিশ্চিত, আমাদের দুজনের মধ্যে কেউ একজন জয় পাবে। তিনি মহিলাদের ভোট বেশি পাওয়ার চেষ্টা করছেন ও স্বামী স্বরূপ পুরুষদের ভোটের দিকে নজর দিয়েছেন বলেও জানিয়েছেন মঞ্জুলতা।

English summary
Husband wife contesting each other in Rajasthan assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X