অনলাইন লুডোয় একাধিকবার হেরে স্ত্রীকে পিটিয়ে মেরুদণ্ড ভাঙল স্বামী
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন। বাড়িতেই সময় কাটাতে হচ্ছে সকলকে। তাই এখন অনেকেই অনলাইনে বিভিন্ন খেলা খেলছেন। আর এই অনলাইন লুডো খেলাকে কেন্দ্র করে গার্হস্থ্য হিংসার শিকার হলেন এক স্ত্রী। স্বামীর হাতে বেধড়ক মার খেয়ে ২৪ বছরের যুবতী ভর্তি রয়েছে ভদোদরার একটি হাসপাতালে।

লুডোয় স্ত্রীর কাছে হারে স্বামী
সূত্রের খবর, ওই যুবতী লুডো খেলায় তাঁর স্বামীকে তিন-চারবার পরাজিত করেন, যা নিয়ে দু'জনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। স্বামীর মারের চোটে ওই যুবতীর মেরুদণ্ডে বেশ কয়েকটি আঘাত লাগে এবং তিনি হাসপাতালে ভর্তি হন। গোটা ঘটনাটি বলতে গিয়ে ১৮১ অভয়াম হেল্পলাইনের কাউন্সেলরস জানিয়েছেন যে ভেমালিতে ওই যুবতী টিউশন ক্লাস করান পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য।

মারের ফলে মেরুদণ্ডে আঘাত লাগে স্ত্রীর
ওই যুবতী তাঁর স্বামীকে অনলাইনে লুডো খেলার জন্য বলেন, যাতে তাঁর স্বামী তাঁদের পাড়ায় অন্যদের সঙ্গে সময় না কাটিয়ে বাড়িতেই থাকেন। এরপর ওই মহিলা লুডোয় তাঁর স্বামীকে ৩ থেকে ৪ বার হারিয়ে দেন। এরপর যুবতীর স্বামী তাঁর সঙ্গে তর্ক করতে শুরু করেন যা হিংসায় পরিণত হয়। এরপর যুবতীর স্বামী তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে দেয় এবং যুবতীর মেরুদণ্ডের মাঝে একটি ফাঁক তৈরি হয়েছে এই মারের ফলে। যুবতীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি তাঁর মা-বাবার সঙ্গেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

গ্রেফতার হয়নি স্বামী
হেল্পাইনের আর এক কাউন্সেলরের মতে, ওই ব্যক্তিকে শারীরিক নিগ্রহ ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি কারণ ওই যুবতী কিছুদিন মা-বাবার সঙ্গে কাটিয়ে স্বামীর কাছে ফিরবেন বলে জানা গিয়েছে। ওই ব্যক্তি বেসরকারি ইলেক্ট্রনিক্স সংস্থায় কর্মরত এবং উপার্জনও ভালো করেন যাতে স্বামী-স্ত্রী দু'জনেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। যদিও তাঁদের বাড়ির ঋণ শোধ করতে হয়।
করোনার কিট সংগ্রহে ত্রিপুরায় ব্যাপক অনিয়ম, নিজের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক