
ত্রিশঙ্কু হতে চলেছে হরিয়ানা বিধানসভা! ডাহা ফেল সিংহভাগ বুথ ফেরত সমীক্ষা
হরিয়ানায় ভোট গণনা শুরু হতেই প্রাথমিক প্রবণতায় জোর ধাক্কা খেল বিজেপি। দিনের শেষে প্রাথমি প্রবণতা যদি ফলে পরিণত হয় তবে ত্রিশঙ্কু হতে চলেছে হরিয়ানার বিধানসভা। মূলত বিজেপি-কংগ্রেসের লড়াই হলেও হরিয়ানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল ও দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টি। প্রাথমিক প্রবণতার নিরিখে দেখা যাচ্ছে রাজ্যে বৃহত্তম দল হিসাবে বিজেপি-র আবির্ভাব হলেও ভালো ফলের দিকে এগোচ্ছে দুষ্যন্ত চৌতালার দল।

বিজেপি-র সংখ্যাগড়িষ্ঠতা কি অধরা থাকবে?
এই অবস্থায় জেজেপি-র কিংমেকার হওযার সম্ভাবনা প্রবল। কারণ ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার ৪৬। প্রাথমিক প্রবণতা জারি থাকলে সেই সংখ্যা কেউ ছুঁতে পারবে না বলে মনে করা হচ্ছে। তখন দুষ্মন্ত চৌতালাই ছড়ি ঘোরাতে পারবেন। এমন কী বিজেপিকে আটকাতে কংগ্রেসের হাত ধরতে পারেন তিনি।

দুষ্মন্ত চৌতালার বক্তব্য
ভোট গণনার প্রাথমিক প্রবণতা সামনে আসতেই বেশ খুশ মেজাজে জেখআ যায় দুষ্মন্তকে। গত বছরই জেজেপি নামক এই রাজনৈতিক দবটি স্থাপন করেন তিনি। এক বছরের মধ্যে বিজেপি ও কংগ্রেসকে টক্কর দিতে পেরে স্বভাবতই খুশি তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "হরিয়ানার জনগণের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। এটা বদলের চিহ্ন। বিজেপির ৭৫ আসন পাওয়ার স্বপ্ন তো ভেঙে গেল। এবার আমাদের লক্ষ্য যমুনা পার করা।"

ফেল সিংহভাগ বুথ ফেরত সমীক্ষা?
দেশের অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা সংস্থা যখন হরিয়ানায় বিজেপির জয় নিশ্চিত বলে জানিয়ে দেয়। তবে একমাত্র ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় ভিন্ন চিত্র দেখা যায়। এই বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে বলা হয় হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে টাফ ফাইট হবে। উভয়ের আসনসংখ্যা খুব কাছাকাছি থাকবে। ত্রিশঙ্কু হতে পারে হরিয়ানা।

পিছিয়ে কংগ্রেস
৯০ আসনের হরিয়ানা নির্বাচন ঘিরে ফের একবার নিজের শক্তি পরীক্ষার লড়াই ছিল বিজেপির কাছে। অন্যদিকে, খট্টর সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ঝড় তুলেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল গণনার সকালে পিছিয়ে পড়েছে কংগ্রেস। নির্বাচনে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, কিরন চৌধরী, কুলদীপ বিষ্ণোইর দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
২০১৯ কেরল উপনির্বাচন: বামদূর্গে কংগ্রেসের আস্ফালন শুরু 'প্রাথমিক ট্রেন্ডে'